CPM-পার্টি অফিসের পতাকা উত্তোলন করলেন TMC বিধায়ক

স্বাধীনতা দিবসে হয়ে গেল উলোট পুরান। পাণ্ডবেশ্বরের সিপিএমের পার্টি অফিসে পতাকা উত্তলন করলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। যা নিয়ে শুরু হয়েছে গেরুয়া শিবিরে কটাক্ষ। গেরুয়া শিবির জানিয়েছে বাংলায় বিজেপিকে আটকাতে এক হয়েছে তৃণমূল ও সিপিএম।

যদিও এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন ‘সিপিএম পার্টি অফিসে যারা এসেছিলেন তারা আমার ছোট ভাইয়ের মতো। আমি এখন থেকে যাচ্ছিলাম। দেখলাম ওরা সব সাজিয়ে বসে আছে। তাই আমি পতাকা তুললাম। স্বাধীনতা দিবসে কোনো বিভেদ নেই। ‘

প্রসঙ্গত, স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসনকর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১৫অগাস্ট তারিখটি ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল।