BigNews: মুকেশ আম্বানি ও তার পরিবারকে ৮ বার খুনের হুমকি, পর পর এলো ফোন

ভারতের অন্যতম ব্যবসায়ী মুকেশ আম্বানি ও তার পরিবারকে দেওয়া হলো প্রাণনাশের হুমকি !পর পর ৮ বার ফোন করে এই হুমকি দেওয়া হয় বলে ইতিমপধ্যে ডিবি মার্গ থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। হুমকি ফোন নিয়ে ইতিমধ্যে তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ।
সংবাদ সংস্থার সূত্রের খবর অনুযায়ী মুম্বাইয়ের রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে মোট ৮ বার হুমকি ফোন আসে। ফোন করে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হুমকি দেন মুকেশ আম্বানি ও তার পরিবারকে। ফোনে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি ৩ ঘন্টার মধ্যে মুকেশ আম্বানি ও তারা পরিবারকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে।
প্রসঙ্গত , করোনা মহামারির কারণে বেতন না নেওয়ার ঘোষণা করেছিলেন ভারতীয় বিলিয়নেয়ার মুকেশ আম্বানি। এর পর থেকে নিজস্ব সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে গত দুই বছর কোনো বেতন তোলেননি তিনি। রিলায়েন্স ইন্ডাস্ট্রির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে নিজের বেতনের জায়গায় ‘শূন্য’ লিখেছেন আম্বানি।
রিলায়েন্সের বার্ষিক প্রতিবেদন বলছে, আম্বানি ২০২১-২২ সালেও তাঁর বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন।
এ বছরও তাঁর বেতনের খাত শূন্য। এই দুই বছরে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক থাকাকালীন তাঁর কাজের জন্য কোনো বেতন, ভাতা, কমিশন বা অন্য কোনো সুযোগ-সুবিধা নেননি তিনি।
ম্যানেজার হিসেবে উদাহরণ তৈরি করার জন্য ২০০৮-০৯ সালে আম্বানি তাঁর বেতন ১৫ কোটি নির্ধারণ করেন। তবে এরপর গত ১১ বছর তিনি বেতনের কোনো পরিবর্তন করেননি। আম্বানি ২০০৮-০৯ সাল থেকে বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাবদ ১৫ কোটি গ্রহণ করলেও বছরে তা ২৪ কোটি ছাড়িয়ে গেছে।
মুকেশের আত্মীয় নিখিল আর হিতাল মেসওয়ানির বেতন ২৪ কোটি , যেটি এখনো অপরিবর্তিত। কিন্তু এই সময়ের মধ্যে তারা ১৭.২৮ কোটি কমিশনের অন্তর্ভুক্ত হয়েছেন।
মুকেশের স্ত্রী নিতা আম্বানি ইন্ডাস্ট্রির অনির্বাহী পরিচালক হলেও সিটিং ফি হিসেবে পান পাঁচ লাখ এবং কমিশন বাবদ প্রতিবছর দুই কোটি পান। আগের বছরে তিনি সিটিং ফি হিসেবে আট লাখ এবং কমিশন হিসেবে পেয়েছিলেন ১.৬৫ কোটি ।