অনুব্রতর নামে যজ্ঞ শুরু, উপস্থিত পাঁচ পুরোহিত, খোল বাজিয়ে চলছে কীর্তন

অনুব্রত মন্ডলের অনুগত কর্মীরা বীরভূমের বাড়িতে তার কল্যাণ কামনায় করলেন যজ্ঞের আয়োজন। শ্রাবন মাসের শেষ সোমবারের জন্য এই যজ্ঞের আয়োজন করেছিলেন অনুব্রত মণ্ডল নিজেই। ঠিক করা হয়েছিল অনুষ্ঠান হবে ১৫ অগাস্ট। কিন্তু তার আগেই তিনি গ্রেফতার হন সিবিআইয়ের হাতে।

তাই তার অনুপস্থিতে সমস্ত নিয়ম ও তিথি মেনেই শুরু হলো যজ্ঞ। সোমবার তার বাড়িতে যজ্ঞের জন্য প্রবেশ করে পাঁচ পুরোহিত। সেই সাথে খোল বাজিয়ে চলছে কীর্তন। হাজির ছিলেন সাংসদ অসিত কুমার মাল।

প্রসঙ্গত, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত একাধিক সময় একাধিক বিষয় নিয়ে প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। বিশেষ করে নির্বাচনের সম্মুখে তার মুখের ডায়ালগ গুলো আজও বেশ মানুষের কানে বাজে। তার বলা ‘গুড় বাতাসা’ ও ‘চড়াম চড়াম’ শব্দে ঢাক বাজানো র কথা সোশ্যাল মিডিয়া ও সংবাদ বিভাগে আলোচ্য বিষয়ের আকার ধারণ করে।