স্বাধীনতার ৭৫ তম দিবস উপলক্ষে বাবর আজমকে বিশেষ সম্মানে সম্মানিত করলো পাকিস্তান সরকার

ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন ১৪ আগস্ট সারা পাকিস্তানন জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এই বিশেষ দিন উপলক্ষে পাকিস্তান তার দেশের সাস্থ ক্রিকেটের বাবার আজমকে বিশেষ সম্মানে ভূষিত করলো পাকিস্তান সরকার।

আজ পাকিস্তানের জনগণ পালন করছে তাদের ৭৫তম স্বাধীনতা দিবস। আর এই বিশেষ দিনে পাকিস্তান সরকার তাদের দেশের পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমকে সিতারা -ই -পাকিস্তান সম্মানে ভূষিত করল। এটি পাকিস্তানের তৃতীয় সর্বকও সম্মান। বাবর ছাড়াও , সম্মানিত করা হয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক বিস্ময়ে সম্মানিত করা হয় তামাঘা – ই পাকিস্তান দিয়ে ,যা তামাঘা -ই-ইমতিয়াস নামেও পরিচিত।

এই সময় বাবর আজম ODI এবং T-20 দুই ফরমেটে শীর্ষ স্থানে রয়েছে। অনেক মোতে বাবর তার জীবনের সেরা ফর্মে রয়েছে। টের সেরা ফর্মের নমুনা পাওয়া যায় তার দ্রুত গতিতে করা ১৭ টি সেঞ্চুরি। 2021 সালের T-20 বিশ্বকাপের পাকিস্তানের ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন বাবর ,তার ক্যাপ্টেন্সির কারণে পাকিস্তান বিশ্বকাপে সেমিফাইনাল স্থানে পৌঁছেছিল।