স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের এই বিষয় গুলি জানেন? জানা না থাকলে জেনেনিন আপনিও

২৬শে জানুয়ারি এবং ১৫ই অগাস্ট, এই দুটি দিনই ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবস। প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকাকে সম্মান জানানো হয়। তবে এই দুই দিন যে পতাকা তোলা হয় এর মধ্যে কিছু তফাৎ রয়েছে।
এই তফাৎ অনেকেই জানেন না। স্বাধীনতা দিবসের দিন নিচ থেকে উপর পর্যন্ত পতাকা তোলা হয়, কিন্তু মাটি স্পর্শ করে না। এটাকে বলা হয় উত্তোলন। আর প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উপরেই বাঁধা থাকে, কিন্তু ভাঁজ করা অবস্থায়। শুধু সেখান থেকে খোলা হয় পতাকাটি। এই অনুষ্ঠানটিকে বলা হয় উন্মোচন।
উল্লেখ্য, ১৯৪৭ সালের ১৫ই অগাস্ট আমাদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়িয়েছিল। এই কারণে স্বাধীনতা দিবসে নিচ থেকে পতাকা উত্তোলন করা হয়। আর প্রজাতন্ত্র দিবস পালন হয় ১৯৫০ সাল থেকে। আর তত দিনে ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গিয়েছিল। তাই প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উপরেই বাঁধা থাকে।