মেলবোর্নে দেরির কারণ নিয়ে মুখ খুললেন নেহা কক্করের অনুষ্ঠানের আয়োজকরা, দাবি করলেন বিপুল ক্ষতির

সম্প্রতি মেলবোর্নে সঙ্গীত পরিবেশনা করতে গিয়ে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। স্টেজে উঠতে প্রায় তিন ঘণ্টা দেরি করায় সেখানকার দর্শকবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। নেহা অবশ্য সেই বিলম্বের দায় চাপিয়েছিলেন অনুষ্ঠানের আয়োজকদের উপর। এবার সেই অভিযোগের পালটা দিলেন খোদ আয়োজকরাই।

মেলবোর্নের অনুষ্ঠান শেষে নেহা কক্কর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দর্শকদের ধন্যবাদ জানান এবং দেরির জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি লেখেন, “আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। কিছু সমস্যা হওয়ার কারণে আপনাদের এতটা অপেক্ষা করতে হল। কিন্তু এর আগে এমন ঘটনা কোনওদিন ঘটেনি। এত ধৈর্য ধরে অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।”

তবে নেহার এই পোস্টের পরেও সমালোচনার ঝড় থামেনি। স্টেজে তার কান্নাকাটিকে অনেকেই ‘কুমিরের কান্না’ বলে কটাক্ষ করেন। এরপর নেহা আরেকটি পোস্টে দাবি করেন যে, আয়োজকদের গাফিলতির কারণেই অনুষ্ঠানে দেরি হয়েছে। তিনি অভিযোগ করেন, তাদের এবং তার টিমের জন্য কোনো খাবার বা জলের ব্যবস্থা করা হয়নি। এমনকি অনুষ্ঠানস্থল সম্পর্কেও তাদের কিছুই জানানো হয়নি। নেহার আরও অভিযোগ, আয়োজকরা নাকি পারিশ্রমিক না দিয়ে তাদের ফোন বন্ধ করে দিয়েছিলেন।

নেহার এই অভিযোগের পরেই মুখ খুলেছেন মেলবোর্নের সেই সঙ্গীতানুষ্ঠানের আয়োজকরা। ইনস্টাগ্রামে একটি বিবৃতি জারি করে তারা জানিয়েছেন, নেহা কক্করের অনুষ্ঠানে ঠিক কী ঘটেছিল, তার সমস্ত প্রমাণ এবং বিবরণ তারা খুব শীঘ্রই লাইভে এসে সকলের সামনে তুলে ধরবেন।

বিবৃতিতে আয়োজকরা আরও উল্লেখ করেছেন যে, গায়িকার উচিত তাদের ক্ষতিপূরণ দেওয়া, কারণ নেহার আচরণের জন্য তাদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। তারা জানান, নেহার জন্য একাধিক বিলাসবহুল গাড়ি পাঠানো থেকে শুরু করে ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করা পর্যন্ত সমস্ত কিছুই করা হয়েছিল, যার আনুমানিক খরচ ৪.২৫ কোটি টাকা।

আয়োজকদের এই পালটা অভিযোগের পর জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার। নেহা কক্কর এই বিষয়ে ফের কোনো মন্তব্য করেন কিনা, সেদিকেও নজর থাকবে সকলের।