বিশেষ: সকাল ৮টা ৩০ বাজলেই থেমে যায় ভারতের এই শহর, সকলে গাইতে শুরু করে জাতীয় সংগীত

ঘড়িতে ঠিক সাড়ে ৮টা বাজলেই থমকে যায় গোটা শহর। যে যেখানেই থাকুন, কাজ যত গুরুত্বপূর্ণই হোক না কেন, মুহূর্তের জন্য সবকিছু থেমে যায়। এমনকি রাস্তায় চলমান গাড়িও ট্র্যাফিক সিগন্যাল ছাড়াই দাঁড়িয়ে পড়ে। এই অভূতপূর্ব নিয়ম চালু রয়েছে দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের নালগোন্ডা শহরে।
প্রতিদিন সকাল সাড়ে ৮টায় নালগোন্ডা শহরজুড়ে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণমন’। ৫২ সেকেন্ড ধরে চলে এই সঙ্গীত। এই সময় বাজারের ক্রেতা-বিক্রেতা থেকে শুরু করে ব্যস্ত রাস্তার পথচারী, অফিসগামী কর্মকর্তা-কর্মচারী—সকলেই যে যেখানে থাকেন, স্যালুট করে স্থিরভাবে দাঁড়িয়ে পড়েন। এটি নালগোন্ডা শহরের প্রতিদিনকার চেনা দৃশ্য। শহরের মোট ১২টি গুরুত্বপূর্ণ প্রান্তে বসানো মাইকের মাধ্যমে এই জাতীয় সঙ্গীত সম্প্রচারিত হয়।
শহরে এই বিশেষ নিয়ম চালু হয়েছে ২০২২ সালের ২৩ জানুয়ারি থেকে। ‘জনগণ মন উৎসব সমিতি’র সভাপতি কার্নাতি বিজয়কুমার তাঁর বন্ধুদের সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করেছেন। বিজয়কুমারের দৃঢ় বিশ্বাস, এর মাধ্যমে শহরের প্রতিটি মানুষের মনে দেশপ্রেমের भावना আরও সুদৃঢ় হবে। ৭ হাজার ১২২ বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে প্রায় ১৬ লক্ষ ১৮ হাজার ৪১৬ জন মানুষের বসবাস। জাতীয় সঙ্গীতের প্রতি এই স্বতঃস্ফূর্ত সম্মান প্রদর্শন নালগোন্ডাকে এক বিশেষ পরিচিতি দিয়েছে।