জলের পাত্র ছোঁয়ায় দলিত ছাত্রকে পিটিয়ে হত্যা! অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

জলের পাত্র ছোঁয়ায় ৯ বছর বয়সী এক দলিত ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। সম্প্রতি রাজস্থান রাজ্যের জালোর জেলার একটি বেসরকারি স্কুলে এ ঘটনাটি ঘটেছে।
সংবাদ সূত্রে জানা গিয়েছে, জালোর জেলার সুরানা গ্রামের একটি স্কুলে পানীয় জলের পাত্রে হাত দিয়েছিল ইন্দ্র মেঘওয়াল নামের ওই ছাত্র। তার জেরেই গত ২০ জুলাই তাকে চালি সিংহ নামে এক শিক্ষক মারধর করেন বলে অভিযোগ। আহত অবস্থায় ছাত্রটিকে গুজরাটের আমদাবাদের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শনিবার ওই ছাত্রের মৃত্যু হয়।
এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। তার বিরুদ্ধে খুন ও এসসিএসটি আইনে মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে সে রাজ্যের শিক্ষা দফতর।
জালোরের পুলিশ সুপার হর্ষবর্ধন অগ্রবাল জানিয়েছেন যে, ছাত্রটিকে বেধড়ক মারধর করা হয়েছিল। জলের পাত্র ছোঁয়ায় মারধর কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মৃত ছাত্রের বাবা দাবি করেছেন, তার ছেলের মুখ, কানে আঘাতের চিহ্ন রয়েছে। মারের চোটে অজ্ঞান হয়ে পড়েছিল সে। তিনি আরো জানান যে, তার ছেলেকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে উদয়পুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না ঘটায় তাকে আমদাবাদের হাসপাতালে ভর্তি করানো হয়।
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। টুইটারে তিনি লিখেছেন, ‘জালোরের এক বেসরকারি স্কুলে শিক্ষকের মারে ছাত্রের মৃত্যুর ঘটনা দুর্ভাগ্যজনক। খুন ও এসসিএসটি আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে।’