সময়ের আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ‘ভাস্কর গুপ্ত’-কে পদ থেকে সরানোর সিদ্ধান্ত, রাজভবন থেকে জারি বিজ্ঞপ্তি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভাস্কর গুপ্তকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজভবনের তরফে। চার দিন পরেই অবসর নেবেন তিনি, তার আগেই তাঁকে উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদনেই নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে।

রাজভবনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘২০২৪ সালের ২৪ এপ্রিল থেকে অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছিল, যা এখন প্রত্যাহার করা হচ্ছে। এই বিজ্ঞপ্তি জারির সময় থেকেই তা কার্যকর হবে।’’ এই পদক্ষেপের ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয় আবারও উপাচার্যবিহীন হয়ে পড়ল।

ভাস্কর গুপ্ত এই সিদ্ধান্তের পরে জানিয়ে দেন, তিনি এখন পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেছেন এবং ৩১ এপ্রিল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করবেন। তিনি বলেন, ‘‘যত দিন আমি উপাচার্যের দায়িত্বে ছিলাম, আমি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করেছি।’’

এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘অবসর নেওয়ার আগে ৩ দিন আগে উপাচার্যকে সরিয়ে দেওয়া হল। এর মাধ্যমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও সেই একই পথে এগোল, যেখানে রবীন্দ্রভারতী এবং কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল। মুখ্যমন্ত্রী তাঁর দেওয়া তালিকা থেকে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারতেন, কিন্তু তা করেননি, ফলে বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা সৃষ্টি হয়েছে।’’

এদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিপূর্বে রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টির জন্য স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন। ১৬টি বিশ্ববিদ্যালয়ে এখনও উপাচার্য নিয়োগ করা হয়নি, যার মধ্যে অন্যতম যাদবপুর বিশ্ববিদ্যালয়।