স্ত্রী বেকার! খুঁজে পাচ্ছিলেন না কোনো কাজ, রাগের মাথায় ‘খুন করে’ মৃতদেহ ট্রলিতে ভরে উধাও স্বামী

বেঙ্গালুরুর একটি মর্মান্তিক ঘটনায় স্ত্রীর খুনের অভিযোগে স্বামী রাজেন্দ্র খেদেকারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে স্ত্রীর মৃতদেহ, যা একটি ট্রলিব্যাগে বন্দি ছিল।

ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর একটি আবাসনে, যেখানে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত রাজেন্দ্র খেদেকার তার স্ত্রী গৌরী সামব্রেকে নিয়ে মহারাষ্ট্র থেকে কয়েক মাস আগে এই শহরে এসেছিলেন। তবে কিছু মাসের মধ্যেই তাদের মধ্যে তীব্র বিবাদ শুরু হয়। পুলিশ জানায়, গৌরী কাজ খুঁজে পাচ্ছিলেন না, যার ফলে তাদের মধ্যে প্রায়ই মনোমালিন্য চলত। রাজেন্দ্রর বাবা একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, রাজেন্দ্র মাঝে মাঝে তার শাশুড়িকে ফোন করে গৌরীর বিরুদ্ধে অভিযোগ তুলতেন।

ঘটনার দিন, বুধবার, তীব্র বচসার মধ্যে রাজেন্দ্র তার স্ত্রীর ওপর আক্রমণ করেন এবং তাকে খুন করেন। এরপর, মৃতদেহটি ট্রলিব্যাগে বন্দি করে ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যান তিনি। খুনের পর রাজেন্দ্র নিজেই প্রতিবেশীদের কাছে ফোন করে জানায়, “আমিই মেরেছি।”

প্রতিবেশীরা জানান, ঘটনার দিন দম্পতির মধ্যে বচসা তুঙ্গে ওঠেছিল। অভিযুক্ত পুলিশকে জানিয়েছেন, বচসার মধ্যে গৌরী তাকে থাপ্পর মারেন, যা তার মাথায় রাগ চড়িয়ে দেয়। এরপরেই তিনি স্ত্রীর খুন করেন।

পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।