লায়লার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিষেক শর্মা! তরুণীদের হার্টথ্রব ক্রিকেটের গার্লফ্রেন্ডকে চেনেন?

আইপিএলে গত মরসুমে তারুণ্যের ঝলক দেখানো অভিষেক শর্মা, এখন শুধুমাত্র বাইশ গজে রাজত্ব করছেন না, তার ব্যক্তিগত জীবন নিয়েও চলছে চর্চা। নব প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে অভিষেক এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে উঠে এসেছেন, এবং এবার তার নাম জড়িয়েছে এক তরুণী ফ্যাশন ডিজাইনারের সঙ্গে। নেটিজ়েনদের দাবি, দীর্ঘদিন ধরেই প্রেম করছেন অভিষেক ও লায়লা ফয়সল।

অভিষেকের জাতীয় দলে ডেবিউ হওয়া, তার খেলা, স্টাইলিশ উপস্থিতি ও ইনিংসগুলো নিয়ে আলোচনার পাশাপাশি, তার ব্যক্তিগত জীবন নিয়েও সোশ্যাল মিডিয়ায় চলছে হইচই। ২৪ বছরের অভিষেকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছে ২৪ বছরের লায়লা ফয়সলের। লায়লা পেশায় ফ্যাশন ডিজাইনার। দিল্লি পাবলিক স্কুলে পড়াশুনা শেষে, তিনি লন্ডনের কিংস কলেজে সাইকোলজি নিয়ে অনার্স করেন। এরপর তিনি ইউনিভার্সিটি অব আর্টস থেকে ফ্যাশন ডিজাইনিং এবং মার্কেটিং অ্যান্ড স্টাইলিং নিয়ে প্রশিক্ষণ নিয়েছেন। ২০২২ সালে তিনি নিজের ফ্যাশন সংস্থা চালু করেছেন, যেখানে মহিলাদের পোশাক তৈরি করা হয়।

লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, লায়লা ফ্যাশনের জগতে বিশেষ পরিচিতি অর্জন করেছেন। ইনস্টাগ্রামে তার ৩২,৪০০ ফলোয়ার্স রয়েছে, তবে তার অ্যাকাউন্ট প্রাইভেট।

এদিকে, লায়লা ও অভিষেকের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যদিও তারা নিজেদের সম্পর্ক নিয়ে কিছুই প্রকাশ্যে বলেননি। তবে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি, ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে অভিষেক শর্মা ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন। সেই সময় লায়লা তার ইনস্টাগ্রাম স্টোরিতে অভিষেকের ছবি শেয়ার করেছিলেন এবং ক্যাপশনে লিখেছিলেন “প্রাউড” (গর্বিত)। নেটিজ়েনদের মতে, এই স্টোরি থেকে স্পষ্ট যে, লায়লা গর্বিত অভিষেকের প্রেমিকা হতে পারেন।

এখনও পর্যন্ত এই সম্পর্ক নিয়ে কেউ কিছু স্পষ্ট করে না বললেও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুঞ্জন আরও জোরালো হচ্ছে। প্রশ্ন উঠছে, লায়লা ফয়সল কি সত্যিই অভিষেক শর্মার গার্লফ্রেন্ড?