অবসরের ৩ দিন আগেই অস্থায়ী উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল, শোরগোল ঘটনায়

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্তকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। শুক্রবার, ২৪ মার্চ রাজভবন থেকে এক নির্দেশিকায় এই সিদ্ধান্ত জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনা এবং বিশেষ করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর রাজনৈতিক সভা কেন্দ্র করে তীব্র অশান্তি সৃষ্টির পর ভাস্কর গুপ্তের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যখন তৃণমূলি অধ্যাপক সংগঠনের সভায় যোগ দেন, তখন ছাত্রদের বিক্ষোভের মুখে পড়তে হয়। ছাত্রভোট নিয়ে তাদের দাবি এবং বিক্ষোভের সময় ব্রাত্য বসুর গাড়ি এক ছাত্রের ওপর দিয়ে চলে যাওয়ার ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্ররা দাবি তুলেছিল, ভাস্কর গুপ্তকে শিক্ষামন্ত্রীর নিন্দা করতে হবে। কিন্তু ঘটনার পর ভাস্করবাবু নিজেকে অসুস্থ দাবি করে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে, ছাত্ররা তাঁর সঙ্গে বৈঠক করতে ধরনায় বসে। ১৭ মার্চ, বেশ কয়েক দিন পর বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাজে যোগদান করেন তিনি। তবে অবশেষে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে তার পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেন।
গুরুত্বপূর্ণ বিষয় হল, ভাস্কর গুপ্তের অবসর নেওয়ার কথা ছিল ৩১ মার্চ। কিন্তু তিন দিন আগেই তাঁকে সরানো হয়েছে। তাঁর পদত্যাগের পর, রাজ্যপাল নতুন কাউকে স্থায়ী বা অস্থায়ী উপাচার্য হিসাবে নিযুক্ত না করে এখনও কোনো ঘোষণা করেননি।
তবে, রাজ্যের তরফে যে তালিকা রাজভবনে পাঠানো হয়েছে, তাতে কোনও নামেই সম্মতি জানাননি সিভি আনন্দ বোস, যা ভবিষ্যতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে।