নতুন থ্রিলার ছবিতে প্রথমবার আরিয়ান-শুভঙ্কি জুটি, থ্রিলার প্রেমীদের জন্য ‘স্লেয়ার’ হতে চলেছে অনবদ্য অভিজ্ঞতা

অভিনেতা আরিয়ান ভৌমিক এখন ছক্কা হাঁকাচ্ছেন টেলিভিশন ও সিনেমা—দুই ফ্রন্টেই! কাকাবাবুর জগতে সন্তু হিসেবে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে, আর এবার আসছে নতুন থ্রিলার সিনেমা ‘স্লেয়ার’। এই ছবিতে তিনি জুটি বাঁধছেন শুভঙ্কি ধরের সঙ্গে। হরর-থ্রিলার জঁরার এই ছবির প্রথম লুক প্রকাশ্যে আসতেই হইচই ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে।

কী আছে ‘স্লেয়ার’-এ?

‘স্লেয়ার’ একটি মনস্তাত্ত্বিক থ্রিলার, যার কেন্দ্রে রয়েছেন একজন ডাক্তার। কীভাবে তাঁর জীবন এক ভয়াবহ মোড় নেয়, কী অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয় তিনি—সেই রহস্য আর টানটান উত্তেজনা নিয়েই তৈরি এই ছবি। পরিচালক দ্বৈপ্যন এম জানিয়েছেন, “এটি শুধু একটি থ্রিলার নয়, বরং বাংলা সিনেমায় এক নতুন জুটির সন্ধান দেবে। গল্পের পাশাপাশি সঙ্গীতও দর্শকদের মুগ্ধ করবে।”

শুভঙ্কি ধর এই প্রসঙ্গে বলেন, “এই ছবিতে আমি সম্পূর্ণ নতুন এক লুকে উপস্থিত হচ্ছি। রহস্য, খুন, অ্যাকশন—সবকিছুর মিশেল আছে এখানে। আরিয়ানের সঙ্গে কাজ করা খুবই উপভোগ্য ছিল। আশা করি, দর্শকরা আমাদের জুটিকে সাদরে গ্রহণ করবেন।”

স্টার-স্টাডেড কাস্ট

আরিয়ান ও শুভঙ্কি ছাড়াও এই ছবিতে দেখা যাবে সুপ্রিয় দত্ত, সুশান্ত দে, সৌরভ ভট্টাচার্য-এর মতো অভিনেতাদের। কলকাতার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে এই ছবির। সঙ্গীত পরিচালনায় রয়েছেন প্রীতম দেব, যা ছবিটিকে আরও একধাপ এগিয়ে দেবে।

আরিয়ানের ব্যস্ত সময়

২০২৪ সাল যেন আরিয়ান ভৌমিকেরই বছর! একদিকে ‘কাকাবাবু’ সিরিজে সন্তুর ভূমিকায় দর্শকদের হৃদয় জয়, অন্যদিকে নতুন ধারাবাহিক ‘ভিডিও বৌমা’-তেও তিনি নিয়মিত। এরই মধ্যে আসছে ‘স্লেয়ার’-এর মতো বড় প্রোজেক্ট। অ্যামপল ড্রিমস ডেভেলপারস-এর ব্যানারে প্রযোজক অমিত সিনহা এই ছবিটি নিয়ে আসছেন চলতি বছরে।

থ্রিলার প্রেমীদের জন্য ‘স্লেয়ার’ হতে চলেছে এক অনবদ্য অভিজ্ঞতা। রেডি টু ফেস দ্য ফিয়ার?