রামনবমীর দিন KKR vs LSG ম্যাচ নিয়ে উদ্যোগ সৌরভের, সমস্যা সমাধানে মাঠে নামলেন দাদা

আগামী ৬ এপ্রিল রামনবমীর দিন কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং লখনউ সুপার জায়েন্টসের মধ্যে হাইভোল্টেজ আইপিএল ম্যাচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কি সমাধানের জন্য এগিয়ে এলেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়? শুক্রবার কেকেআর-এর সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে সৌরভের বৈঠকের পর থেকেই এমন জল্পনা শুরু হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, রামনবমীর দিন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ফলে এই ম্যাচ গুয়াহাটিতে সরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে এগিয়ে এসেছেন এই সংকট কাটাতে।

রামনবমী ও নিরাপত্তার চ্যালেঞ্জ

রামনবমীর দিন গোটা দেশে নানা মিছিল ও উৎসবের আয়োজন হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই দিনে অশান্তির ঘটনাও ঘটেছে অতীতে। এই কারণে পুলিশ প্রশাসন এবার অতিরিক্ত সতর্ক। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রামনবমীর দিন ইডেন গার্ডেন্সে ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া কঠিন হবে। এই পরিস্থিতিতে সৌরভ ইতিমধ্যেই পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। তাঁর লক্ষ্য, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে ম্যাচটি কলকাতাতেই রাখা।

কেকেআর-লখনউ ম্যাচের আবেগ

কলকাতা এবং লখনউ সুপার জায়েন্টসের মধ্যে ম্যাচ মানেই সমর্থকদের জন্য আলাদা উন্মাদনা। লখনউ দলের মালিক কলকাতার ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কা। তিনি দলটি কেনার পর থেকেই কলকাতার সঙ্গে এই ম্যাচকে বিশেষ করে তুলতে নানা পরিকল্পনা করেছেন। সবুজ-মেরুন জার্সি তার মধ্যে অন্যতম, যা মোহনবাগানের আবেগের সঙ্গে জড়িত। তবে এই কৌশল নিয়ে কেকেআর সমর্থকদের একাংশ ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছেন।

ম্যাচ স্থানান্তরের আশঙ্কা

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এই ম্যাচের তারিখ পরিবর্তনের জন্য বিসিসিআই-এর কাছে আবেদন জানালেও তা গৃহীত হয়নি। ফলে ম্যাচটি গুয়াহাটিতে সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখনও সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে আশার আলো জিইয়ে রেখেছে।

‘দাদা’র হস্তক্ষেপে কি সমাধান সম্ভব?

অতীতে ক্রিকেটের নানা সংকটে সমাধানের পথ দেখিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবারও তাঁর হস্তক্ষেপে কলকাতা এই গুরুত্বপূর্ণ ম্যাচ ধরে রাখতে পারে কি না, তা নিয়ে উৎসাহী ক্রিকেটপ্রেমীরা। যদিও সৌরভ এ বিষয়ে এখনও মুখ খোলেননি। পুলিশের সঙ্গে তাঁর আলোচনা থেকে কোনও সমাধান বেরিয়েছে কি না, তাও স্পষ্ট নয়। তবুও সমর্থকরা আশাবাদী, ‘দাদা’র ম্যাজিক এবারও কাজ করবে।

এই মুহূর্তে কলকাতার ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন—ইডেন গার্ডেন্সে কি শেষ পর্যন্ত হবে এই হাইভোল্টেজ ম্যাচ, নাকি গুয়াহাটির পথে পা বাড়াবে কেকেআর? সময়ই দেবে এর জবাব।