BigNews: গ্রেফতার বীরভূমের কেষ্ট, সকলকে নকুল দানা খাওয়াচ্ছে বিজেপি

রাজ্য রাজনীতিতে নকুল দানা চর্চার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছিল বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সুবাদে। আর এবার গরু পাচার কাণ্ডে গ্রেফতারির পর নকুল ডানায় হয়ে উঠেছে বিরোধীদের কাছে খোঁচা দেওয়ার বস্তূ।

বাঁকুড়া থেকে শুরু করে বেলদা ,রাজ্যের একাধিক জায়গায় পথচলতি মানুষদের হাতে নকুল দানা বিলি করলেন বিজেপি কর্মী ও সমর্থকরা। এমনকি সোশ্যাল মিডিয়াতেও নকুল দানা বিলির ছাড়পত্র দিয়ে অনুব্রতর গ্রেফতারি প্রসঙ্গে খোঁচা দিলেন বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত একাধিক সময় একাধিক বিষয় নিয়ে প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। বিশেষ করে নির্বাচনের সম্মুখে তার মুখের ডায়ালগ গুলো আজও বেশ মানুষের কানে বাজে। তার বলা ‘গুড় বাতাসা’ ও ‘চড়াম চড়াম’ শব্দে ঢাক বাজানো র কথা সোশ্যাল মিডিয়া ও সংবাদ বিভাগে আলোচ্য বিষয়ের আকার ধারণ করে। আর এবার গরু পাচার কান্ডে তার দেহ রক্ষীকে গ্রেফতার করেছে সিবিআই ফলে ফের সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল।