বাংলাদেশে টক শোতে রুদ্রনীল ঘোষকে আমন্ত্রণ, থিয়েটারকর্মীর গ্রেফতার, টক শোতে ডাকাটাই হল কাল

ভারতের অভিনেতা রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh) টক শোতে আমন্ত্রণ জানানোই কাল হল বাংলাদেশের থিয়েটারকর্মী এহসানুল আজিজ বাবুর জন্য। অভিযোগ, শুধুমাত্র এই কারণেই তাঁকে গ্রেফতার করেছে বাংলাদেশ প্রশাসন। এছাড়া, সেই শোয়ের সঞ্চালিকা দীপান্বিতা মার্টিনও এখন বাড়িছাড়া, পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছে বলে জানা গেছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রুদ্রনীল নিজেও।

রুদ্রনীলের সঙ্গে শো করায় গ্রেফতার বাংলাদেশি থিয়েটারকর্মী
সম্প্রতি বাংলাদেশের একটি টক শোতে আমন্ত্রণ পেয়েছিলেন রুদ্রনীল ঘোষ। কিন্তু অনুষ্ঠান শেষ হতেই বাংলাদেশি থিয়েটারকর্মী এহসানুল আজিজ বাবুকে গ্রেফতার করা হয়। পাশাপাশি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও শোয়ের সঞ্চালিকা দীপান্বিতা মার্টিনকেও গ্রেফতারের চেষ্টা চলছে। আপাতত তিনি বাড়িছাড়া রয়েছেন বলে সূত্রের খবর।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন রুদ্রনীল
এই ঘটনায় ক্ষুব্ধ রুদ্রনীল সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্ট করে বাংলাদেশের সরকারকে কটাক্ষ করেন। তিনি লেখেন,
“এটাই বর্তমান বাংলাদেশের পরিস্থিতির বাস্তব চিত্র। শুধুমাত্র সত্য বলা আর গণতন্ত্রের পক্ষে কথা বলাই এখানে অপরাধ! গতকাল রাতেই টক শো শেষ হওয়ার পর থিয়েটার কর্মী ও সমাজকর্মী এহসানুল আজিজ বাবুকে গ্রেফতার করা হয়েছে। এমনকি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দীপান্বিতা মার্টিনকেও ধরতে উঠেপড়ে লেগেছে পুলিশ। তাঁরা কী ভুল করেছিলেন? টক শোতে বাংলাদেশের কঠিন আর্থ-সামাজিক পরিস্থিতি, সংখ্যালঘু নিপীড়ন এবং অবাধ গণতান্ত্রিক নির্বাচনের দাবি তুলে ধরেছিলেন। তাই তাদের উপর নেমে এসেছে এই দমননীতি।”

“টক শোতে আমন্ত্রণ জানানোই অপরাধ?”
রুদ্রনীল আরও লেখেন, “আমাকে অতিথি হিসেবে এই শোতে আমন্ত্রণ জানিয়েছিলেন বাবু ভাই ও দীপান্বিতা। কিন্তু লাইভ সম্প্রচার শেষ হতেই শুরু হয় দমন-পীড়ন। কিছু মানুষ হয়তো এই অন্যায়কে সমর্থন করবেন, আবার কেউ বলবেন, ভারতীয় মিডিয়ার গুজব। কিন্তু তাতে কি দেশের গণতন্ত্র রক্ষা পাবে?”

৫% লোকের জন্য ৯৫% নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত: রুদ্রনীল
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, “শুধু সংখ্যালঘুরাই নন, সংখ্যাগুরু মুসলিমরাও নিপীড়িত হচ্ছেন। ৫% উগ্রবাদীদের জন্য ৯৫% নিরপরাধ বাংলাদেশি মানুষ সমস্যার মুখে পড়ছেন।”

বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাত ১০টা নাগাদ ঢাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয় থিয়েটারকর্মী এহসানুল আজিজ বাবুকে। আগামীকাল তাঁকে আদালতে তোলা হবে। যদিও সরকারি বিবৃতিতে বলা হয়নি, রুদ্রনীল ঘোষের সঙ্গে টক শো করার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে রুদ্রনীল মনে করছেন, এটাই তাঁর গ্রেফতারের আসল কারণ।

এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক মহলে বিতর্ক চরমে উঠেছে।