বিশেষ: টানা ১২ দিন আটকে ছিল গাড়ি, জেনেনিন বিশ্বের দীর্ঘ ট্রাফিক জ্যাম হয়েছিল কোথায়?

যানজট, ট্রাফিক জ্যামে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। কোনো কোনো দিন তো মনে হয়, এই বুঝি শেষ হলো জীবন! শুধু ঢাকা নয়, বিশ্বের বহু শহরেই এই দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। তবে, এমন যানজটের কথা কি শুনেছেন, যা স্থায়ী ছিল টানা ১২ দিন? অবিশ্বাস্য মনে হলেও, এমনই এক ভয়ঙ্কর যানজটের সাক্ষী হয়েছিল চীন।
২০১০ সালের ১৪ আগস্ট, চীনের জাতীয় মহাসড়ক ১১০-এ শুরু হয়েছিল এই অভূতপূর্ব যানজট। টানা ১২ দিন ধরে হাজার হাজার গাড়ি আটকে ছিল একই জায়গায়। ১০০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়া এই জ্যাম তৈরি করেছিল বিশ্বরেকর্ড। মঙ্গোলিয়া থেকে বেইজিংগামী কয়লা ও নির্মাণ সামগ্রী বোঝাই ট্রাকের আধিক্য, আর সেই সঙ্গে মহাসড়ক মেরামতের কাজ – এই দুইয়ে মিলেই তৈরি হয়েছিল ভয়াবহ পরিস্থিতি।
সূত্র থেকে জানা যায়, আটকে পড়া গাড়িগুলো দিনে গড়ে মাত্র ১ কিলোমিটার করে এগোতে পেরেছিল। কিছু কিছু গাড়ি তো টানা ৫ দিন একই জায়গায় দাঁড়িয়ে ছিল। কার্যত, গাড়িগুলোই হয়ে গিয়েছিল যাত্রীদের অস্থায়ী বাড়িঘর। ক্ষুধা ও তৃষ্ণায় কাতরানো মানুষগুলো দিন গুনেছে চরম কষ্টে।
এই সুযোগে স্থানীয় বাসিন্দারা চড়া দামে খাবার ও জল বিক্রি শুরু করে। ফেরি করে জল ও খাবার বিক্রি করে তারা।
পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ রাতে অতিরিক্ত ট্রাক বেইজিংয়ে প্রবেশের অনুমতি দেয় এবং ট্রাক কোম্পানিগুলোকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেয়। অবশেষে, ২৬ আগস্ট নাগাদ সেই যানজট থেকে মুক্তি পায় মানুষ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া