‘গোরু চোর’ নতুন গান বাঁধলেন বিজেপি বিধায়ক অসীম সরকার

গরু পাচারকাণ্ডে নবমবারের মতো সিবিআই তলবে গরহাজির রইলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। সিবিআইয়ের কাছে বারবার হাজিরা এড়াচ্ছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। এবার এইনিয়ে গান বাঁধলেন বিজেপি বিধায়ক অসীম সরকার।

এর আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার নিয়ে গান বেঁধেছিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক। এবার গানের কথা ‘গোরু চোর, তোমার দেখা নাই।’ এর আগে রামপুরহাট হত্যাকান্ড নিয়ে গান বেঁধে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। তাঁর গানে উঠে এসেছিল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা কটাক্ষ।

প্রসঙ্গত, সিবিআইয়ের কাছে বারবার হাজিরা এড়াচ্ছেন অনুব্রত মন্ডল। সোমবার তিনি কলকাতায় এসেছিলেন, নিজাম প্যালেসের অদূরে এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষাও করিয়েছেন। কিন্তু তারপরও সিবিআই দফতরে না গিয়ে সোজা বোলপুরের পথে রওনা হন অনুব্রত মন্ডল।