বাজারে আসবে নতুন নোট, ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত RBI-র, জানুন বিস্তারিত

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) ঘোষণা করেছে যে, ১০০ ও ২০০ টাকার নতুন নোট বাজারে আনা হবে। এই নতুন নোটে একটি বড় পরিবর্তন দেখা যাবে।

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, নতুন ১০০ ও ২০০ টাকার নোটে গভর্নরের স্বাক্ষর পরিবর্তিত হবে। এতদিন এই নোটে শক্তিকান্ত দাসের স্বাক্ষর থাকত, তবে এবার থেকে নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে।

ভারতীয় মুদ্রায় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। এটি প্রমাণ করে যে হাতে থাকা নোটটি আসল। ২০২৪ সালে শক্তিকান্ত দাসের মেয়াদ শেষ হওয়ার পর সঞ্জয় মালহোত্রা নতুন গভর্নর হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাই নোটেও এই পরিবর্তন আসছে।

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, নতুন নোট বাজারে আসার পরও পুরনো ১০০ ও ২০০ টাকার নোট, যাতে শক্তিকান্ত দাসের স্বাক্ষর রয়েছে, তা বৈধ থাকবে। সেই নোট ব্যবহারে কোনও সমস্যা হবে না।

উল্লেখ্য, ২০১৬ সালে নোটবন্দির সময় ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছিল। সেই সময়েই ১০০ ও ২০০ টাকার নতুন সিরিজ চালু করা হয়। তবে এবার নোট বাতিলের কোনও সম্ভাবনা নেই, বরং নতুন গভর্নরের স্বাক্ষর সহ নতুন নোট বাজারে আসবে।

এই পরিবর্তন সম্পর্কে জানা খুবই জরুরি, কারণ এটি নকল নোট শনাক্ত করতেও সহায়ক হবে।