মাত্র ক্লাস টেন পাশ, অথচ আয় কোটি কোটি টাকা! অভিযান চালিয়ে পুলিশের চোখ কপালে

দেশজুড়ে ডিজিটাল উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সাইবার অপরাধও। প্রায়ই শোনা যায় হোটেল কিংবা ভাড়া ঘরে বসেই প্রতারণা চালানো হচ্ছে। এবার হরিয়ানার রেওয়ারিতে পুলিশের অভিযানে উঠে এল এক চমকপ্রদ ঘটনা—মাত্র ক্লাস টেন পাশ করা পাঁচ তরুণের চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল!
বেদপ্রকাশ নামে এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন, ১০ ফেব্রুয়ারি তিনি একটি ফোনকল পান। কলার নিজেকে ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে জানান, একটি অ্যাপ ডাউনলোড করলেই সমস্ত ব্যাংকিং কাজ ঘরে বসেই করা যাবে। বেদপ্রকাশ প্রতারণার ফাঁদে পা দিয়ে অ্যাপটি ডাউনলোড করেন, আর সঙ্গে সঙ্গেই তার ফোন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের হাতে চলে যায়। মুহূর্তের মধ্যেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৫ লক্ষ ২৩ হাজার টাকা!
পুলিশি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য—এই চক্রের মূল হোতারা সকলেই তরুণ, আর তারা কোটি টাকার প্রতারণার নেপথ্যে রয়েছে! অভিযানে গিয়ে পুলিশও হতবাক—এত বড় কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকলেও তারা থাকত সাধারণ ভাড়া ঘরে!