চুরির অভিনব কৌশল: ৬.৮ কোটির হিরের আংটি গিলে ফেললেন অভিযুক্ত, তারপর যা ঘটলো?

কিরীটি রায়ের রহস্যকাহিনির মতোই অবাক করা এক ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। এক ব্যক্তি দামি হিরের আংটি চুরি করে পালানোর পর ধরা পড়ার ভয়েই সেটি গিলে ফেলেন!

অর্ল্যান্ডোর মল অ্যাট মিলেনিয়ার টিফ্যানি অ্যান্ড কোং-এর একটি দোকান থেকে ২৬ ফেব্রুয়ারি ওই ব্যক্তি দুই জোড়া হিরের আংটি চুরি করেন। ৩২ বছর বয়সি অভিযুক্ত জেথ্যান লরেন্স গ্লাইডার নিজেকে অর্ল্যান্ডো ম্যাজিক দলের একজন খেলোয়াড় হিসেবে পরিচয় দিয়ে দোকানে প্রবেশ করেন এবং গয়না দেখার অজুহাতে সুযোগ বুঝে চুরি করেন।

একটি আংটি ছিল ৪.৮৬ ক্যারাটের, যার মূল্য ১.৩ কোটি টাকা, এবং অপরটি ৮.১০ ক্যারাটের, যার দাম ৫.২ কোটি টাকা। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, চুরির পর দ্রুত দৌড়ে পালান তিনি। পরে পুলিশ তাকে গ্রেফতার করে এবং প্রথমে চুরি হওয়া আংটিগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

জেলে নিয়ে যাওয়ার পর অভিযুক্ত স্বীকার করেন, তিনি আতঙ্কিত হয়ে হিরের আংটিগুলো গিলে ফেলেছেন। স্ক্যান করে তার পেটের ভেতর থেকেই আংটিগুলোর সন্ধান মেলে। জানা গেছে, ২০২২ সালেও একই সংস্থার অন্য এক দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন গ্লাইডার। তার বিরুদ্ধে আগে থেকেই ৪৮টি ওয়ারেন্ট জারি রয়েছে। এবারও চুরির দায়ে তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।