দক্ষিণ কোরিয়ায় সেনা মহড়ায় ভুল, আবাসিক এলাকায় পড়লো বোমা

বৃহস্পতিবারের এই ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, লাইভ ফায়ার সামরিক মহড়ার সময় একটি কেএফ-১৬ যুদ্ধবিমান থেকে আটটি এমকে-৮২ বোমা অনিচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকায় পড়ে যায়। এই ঘটনাকে দুর্ঘটনা বলে বর্ণনা করেছে তারা।
বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, “অপ্রত্যাশিতভাবে বোমাগুলি রিলিজ হয়ে সাধারণ নাগরিকদের ক্ষতির কারণ হয়েছে। এই ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত।”
কী জানা গিয়েছে এখন পর্যন্ত?
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে, উত্তর কোরিয়ার সীমান্তের কাছাকাছি পোচেনে এই দুর্ঘটনা ঘটে।
ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার সময় একটি গ্রামে বোমাগুলি পড়ে, যার ফলে বেশ কয়েকটি বাড়ি ও একটি চার্চ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে, আসন্ন বার্ষিক সামরিক মহড়ার প্রস্তুতি হিসেবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ লাইভ ফায়ার ড্রিল করবে। তবে, এই দুর্ঘটনা নিয়ে এখনো মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি।