পুতিনের সঙ্গে আলোচনার ইচ্ছে থাকলেও বাধা আইন- জেলেনস্কি কেন পারছেন না?

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আইনগতভাবে রাশিয়ার সাথে কোনো আলোচনায় বসতে পারবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কংগ্রেস ভাষণে জেলেনস্কির একটি চিঠির উল্লেখ করা হয়, যেখানে তিনি রাশিয়ার সাথে তিন বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে আলোচনার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে পেসকভের মতে, জেলেনস্কির পক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করা সম্ভব নয়।
পেসকভ এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “এই দৃষ্টিভঙ্গি সাধারণভাবে ইতিবাচক।” তবে তিনি উল্লেখ করেন, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল (NSDC) ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর একটি সিদ্ধান্ত নেয়, যেখানে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলোচনা করা অসম্ভব বলে ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ায় জেলেনস্কির পক্ষে পুতিনের সাথে আলোচনায় বসা আইনগতভাবে বাধাগ্রস্ত।
এই সিদ্ধান্তটি রাশিয়া কর্তৃক ইউক্রেনের চারটি অঞ্চল—দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিজ্জিয়া—অবৈধভাবে দখলের প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছিল। পেসকভের এই বক্তব্যের মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সংঘাতের জটিলতা এবং আলোচনার সম্ভাবনা নিয়ে চলমান উত্তেজনার ইঙ্গিত পাওয়া যায়।