ভাড়া চাইতে এসে সন্দেহজনক আচরণ, পুলিশের তাড়া খেয়ে গুলি চালিয়ে পালালো যুবকরা

বাড়ি ভাড়া চাইতে এসে সন্দেহজনক আচরণ করায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহের মুখে পড়ল ছয় যুবক। স্থানীয়রা তাঁদের প্রশ্ন করতেই তারা পালানোর চেষ্টা করে এবং পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত পুলিশের ধাওয়ার মুখে গুলি চালিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় ওই যুবকরা।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় শক্তিগড়ের হীরাগাছি গ্রামে বাড়ি ভাড়া নিতে আসে ছয়জন হিন্দিভাষী যুবক। তাঁদের কথাবার্তা শুনে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা যুবকদের বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেন এবং পাশাপাশি পুলিশকে খবর দেন। ঠিক তখনই যুবকরা আচমকা চারচাকা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। তবে, রাস্তায় হীরাগাছি রেলগেট পড়ে থাকায় তারা আটকে যায়।

পুলিশকে দেখতে পেয়ে দুষ্কৃতীরা গাড়ি ঘুরিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে এবং সেই সময় একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে, ফলে এক যুবক আহত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পালানোর সময় ওই যুবকরা গাড়ি থেকে দুই থেকে তিন রাউন্ড গুলি চালায়। পুলিশের পাল্টা ধাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

এলাকাবাসী বিনয় ভূষণ হালদার জানান, “আমার ভাগ্নে সুমন রায়ের বাড়ি ভাড়া দিতে যাচ্ছিল। তখনই এই যুবকরা এসে বাড়ি ভাড়া চাইতে শুরু করে। কিন্তু আমরা প্রশ্ন করতেই ওরা পালানোর চেষ্টা করে। সামনে একটি গাড়ি দাঁড়িয়ে থাকায় ধাক্কা মেরে বেরিয়ে যায়। তাদের কাছে একটি বোলেরো গাড়ি ছিল। প্রায় দু’ রাউন্ড গুলি চালিয়ে তারা পালিয়ে যায়।”

ঘটনার পর থেকে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের সন্ধানে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।