ট্রেনের টিকিট কাটা নিয়ে প্রতারণা, হেল্পলাইন নম্বরে ফোন করতেই উধাও প্রায় দেড় লক্ষ্য টাকা

ট্রেনের টিকিট বুক করতে গিয়ে বড়সড় আর্থিক প্রতারণার শিকার হলেন এক সাংসদের ব্যক্তিগত সচিব। অনলাইনে টিকিট কাটার সময় টাকা কেটে নেওয়া হলেও, টিকিট আসেনি। এরপর হেল্পলাইনের নম্বর খুঁজে ফোন করতেই প্রতারকদের ফাঁদে পড়ে মুহূর্তের মধ্যে তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ২৮ হাজার ২০২ টাকা উধাও হয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি এই প্রতারণার ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তি তাঁর মেয়ের জন্য ট্রেনের টিকিট কাটছিলেন একটি মোবাইল অ্যাপের মাধ্যমে। টাকা কেটে নেওয়া হলেও টিকিট না আসায়, তিনি অনলাইনে হেল্পলাইন নম্বর খোঁজেন। এক নম্বরে ফোন করার পর তিন ধাপে তাঁর অ্যাকাউন্ট থেকে বিশাল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় প্রতারকরা।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরেই তিনি দ্রুত ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।

সাম্প্রতিক সময়ে এমন প্রতারণার ঘটনা বাড়তে থাকায় বিশেষজ্ঞরা অনলাইন লেনদেন ও অনলাইন হেল্পলাইন নম্বর ব্যবহারে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে আরও সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে এমন প্রতারণার ফাঁদে কেউ না পড়েন।