বালুরঘাট এক্সপ্রেসে তরুণীর বিরুদ্ধে অশালীন আচরণ, ভিডিও রেকর্ডিং এর চেষ্টা! বৃদ্ধকে উত্তম-মধ্যম

বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে এক অভদ্র ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এক বৃদ্ধ যাত্রী ট্রেনে লুকিয়ে এক তরুণীর বুকের ভিডিও রেকর্ড করার চেষ্টা করলে, তরুণী সাহসিকতার সঙ্গে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। এ সময় উত্তপ্ত বাক্যবিনিময় এবং শারীরিক ধাক্কাধাক্কিও হয়। ঘটনায় ট্রেনের অন্যান্য যাত্রীরাও তরুণীর পক্ষে প্রতিবাদে গর্জে ওঠেন।
ঘটনাটি ঘটেছে গতকাল সকালে বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে। তরুণী জানান, তিনি ট্রেনের সিটে বসে ছিলেন, এমন সময় লক্ষ্য করেন এক বৃদ্ধ যাত্রী তার দিকে সন্দেহজনকভাবে মোবাইল তাক করে রেখেছেন। বিষয়টি নজরে আসার পর তরুণী বুঝতে পারেন, ওই ব্যক্তি তার অশালীন ভিডিও রেকর্ড করার চেষ্টা করছেন। এই নিয়ে তরুণী ওই বৃদ্ধের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে, ট্রেনের অন্যান্য যাত্রীরাও ঘটনাস্থলে জড়ো হন এবং তরুণীর পক্ষ নিয়ে প্রতিবাদ জানান।
এই ঘটনায় তরুণীর সাহসিকতা প্রশংসা কুড়িয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে এই ধরনের অশালীন আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
এই ঘটনা আবারও নারীদের নিরাপত্তা এবং গণপরিবহনে তাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে। অনেকেই বলছেন, এমন ঘটনার বিরুদ্ধে সচেতনতা এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা জরুরি।