ভূতুড়ে ভোটার খুঁজতে TMC -র অভিযান, বক্সির নেতৃত্বে আজ দুপুরে বৈঠক

রাজ্যের ভোটার তালিকা থেকে ভূতুড়ে ভোটার খোঁজার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশের পর এক সপ্তাহ কেটে গিয়েছে। এবার সেই অভিযানের অগ্রগতি খতিয়ে দেখতে আজ বৈঠকে বসছে তৃণমূল কংগ্রেসের বিশেষ কমিটি।
গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৩৬ জনের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। প্রতিটি জেলার তৃণমূল নেতৃত্ব এই অভিযানে অংশ নেন। আজ দুপুর ১টায় এই কমিটির প্রথম বৈঠক বসছে, যেখানে জেলার সভাপতি ও চেয়ারম্যানদের উপস্থিত থাকার কথা। পাশাপাশি, বীরভূম থেকে কোর কমিটির প্রতিনিধিরাও আসবেন। বৈঠকে প্রতিটি জেলার রিপোর্ট পর্যালোচনা করবেন দলের শীর্ষ নেতা সুব্রত বক্সি।
সূত্রের খবর, গত সাত দিনে রাজ্যজুড়ে ভূতুড়ে ভোটার নিয়ে বিস্তর অভিযোগ উঠে এসেছে। বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে। তৃণমূল অন্দরমহলের মতে, শুধু ভূতুড়ে ভোটার খোঁজা নয়, এই কমিটি আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেও প্রস্তুতি নিতে শুরু করেছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, “সাত দিনের মধ্যে জেলা ও কোর কমিটি গঠন করতে হবে, যারা ভোটার তালিকার কাজ করবে। যারা ভালো কাজ করবে, তারা কমিটিতে জায়গা পাবে, আর যারা ব্যর্থ হবে, তাদের বাদ দেওয়া হবে। প্রতিটি জেলার অগ্রগতির রিপোর্ট পাঠাতে হবে সুব্রত বক্সির কাছে, যা তৃণমূল ভবনেও জমা থাকবে।”
এখন দেখার, এই অভিযানের মাধ্যমে রাজ্যে ভূতুড়ে ভোটার সমস্যা কতটা সমাধান হয় এবং ২০২৬-এর নির্বাচনের আগে কীভাবে তৃণমূল কংগ্রেস নিজেদের সংগঠনকে আরও সুসংহত করে তুলতে পারে।