মহাকুম্ভে যাওয়ার পথে ট্রাজেডি: দিল্লি স্টেশনে পদপৃষ্ঠ হয়ে প্রাণহানি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

গত ১৫ ফেব্রুয়ারি, মহাকুম্ভে যোগ দিতে প্রয়াগরাজগামী ট্রেনে ওঠার জন্য হাজার হাজার মানুষ নতুন দিল্লি স্টেশনে ভিড় করেন। তবে ট্রেনের দেরি, প্ল্যাটফর্ম সংক্রান্ত বিভ্রান্তি এবং পরিকাঠামোগত সমস্যার কারণে রাত ৯.১৫ নাগাদ পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে, যেখানে ১৮ জনের মৃত্যু হয় এবং ১৫ জন আহত হন।

অতিরিক্ত টিকিট বিক্রির অভিযোগ
প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, ঘটনার দিন স্টেশন কর্তৃপক্ষ স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত ১০,০০০টি অসংরক্ষিত টিকিট বিক্রি করেছিল। সাধারণত দৈনিক ৪৬,০০০টি টিকিট বিক্রি হলেও, ওই দিন ৫৬,০০০টি টিকিট বিক্রি করা হয়েছিল। ফলে অতিরিক্ত যাত্রীর চাপ তৈরি হয়, যা এই মর্মান্তিক ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

রেলের গাফিলতি ও তদন্তের পর পদক্ষেপ
যাত্রীরা শুরু থেকেই রেলের অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার তদন্তের পর দিল্লি ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (Delhi DRM), অতিরিক্ত ডিআরএম ও রেলওয়ে সুরক্ষা বাহিনীর সহকারী নিরাপত্তা কমিশনারসহ পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রেলওয়ে বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর রেলওয়ের দিল্লি বিভাগের নতুন ডিআরএম হিসেবে পুষ্পেশ আর ত্রিপাঠি নিয়োগ পেয়েছেন।

এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষত বড় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের সময় ট্রেন পরিচালনার দায়িত্ব যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা নিয়েও সমালোচনা চলছে।