এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গলে গুরুত্বপূর্ণ ম্যাচ, কীভাবে দেখবেন সমর্থকরা?

ভারতের একমাত্র ক্লাব হিসেবে এএফসি প্রতিযোগিতায় লড়াই চালিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। বুধবার সন্ধ্যায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে তুর্কমেনিস্তানের এফ কে আর্কাদাগের মুখোমুখি হবে লাল-হলুদ শিবির। তবে দুঃসংবাদ হলো, এই ম্যাচ কোনও টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে না, কারণ ক্লাব কর্তৃপক্ষ এখনও কোনও সম্প্রচারকারী সংস্থার সঙ্গে চুক্তি করতে পারেনি।
ফলে সমর্থকদের একাংশের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে— কীভাবে দেখা যাবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ? সবার পক্ষে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা সম্ভব নয়, বিশেষত কলকাতা ও পার্শ্ববর্তী জেলা ছাড়াও দেশের বিভিন্ন রাজ্য ও বিদেশেও ছড়িয়ে থাকা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
মোবাইল অ্যাপে দেখা যাবে ম্যাচ
এই ম্যাচ সরাসরি দেখা যাবে FanCode মোবাইল অ্যাপে। তবে এটি বিনামূল্যে স্ট্রিম হবে না। খেলা দেখতে হলে ১৯ টাকা খরচ করতে হবে। যারা পুরো মাসের জন্য সাবস্ক্রাইব করতে চান, তাদের জন্য ১৯৯ টাকা রিচার্জ করতে হবে।
এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটিও FanCode-এ সম্প্রচারিত হবে। বার্ষিক সাবস্ক্রিপশনের খরচ ১,৪৯৯ টাকা হলেও, শুধুমাত্র ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে চাইলে ম্যাচের দিন এককালীন ১৯ টাকা খরচ করলেই হবে, যা তুলনামূলকভাবে সাশ্রয়ী।
এখন সব চোখ ইস্টবেঙ্গলের পারফরম্যান্সের দিকে। সমর্থকরা ডিজিটাল মাধ্যমে হলেও নিজেদের প্রিয় ক্লাবকে সমর্থন জানাতে প্রস্তুত।