শরীরে লুকিয়ে সোনা পাচার করতে গিয়েই ধরা পড়লেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী, জেনেনিন কে তিনি?

সোনা পাচারের অভিযোগে কর্নাটকের জনপ্রিয় অভিনেত্রী রানিয়া রাওকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (DRI)। সোমবার রাতে দুবাই থেকে ভারতে ফেরার সময় তাঁর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা উদ্ধার করা হয়। জানা গেছে, শরীরের বিভিন্ন অংশে এবং পোশাকের মধ্যে সোনা লুকিয়ে তিনি ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
গোয়েন্দাদের কাছে আগেই এই সোনা পাচারের খবর ছিল। গত ১৫ দিনের মধ্যে রানিয়া চারবার দুবাই সফর করেন, যা তদন্তকারীদের সন্দেহের তালিকায় এনে ফেলে তাঁকে। বিশেষ করে অভিনেত্রীর কোনও ব্যবসা বা পরিবারের কেউ দুবাইয়ে না থাকার পরেও বারবার সেখানে যাওয়ায় গোয়েন্দারা তাঁর গতিবিধির ওপর নজর রাখেন।
ভারতে অবতরণের পর তিনি নিজেকে কর্নাটক পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তার মেয়ে বলে দাবি করেন এবং কাস্টমস চেক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এই ঘটনার পর সন্দেহ আরও দৃঢ় হয় এবং তাঁকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি প্রথমবার নয়, এর আগেও তিনি দুবাই থেকে বিনা বাধায় সোনা পাচার করেছিলেন। তবে রানিয়া একা এই চক্রে জড়িত, নাকি এর সঙ্গে আরও কেউ যুক্ত, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এছাড়া সোনা কেনার উৎস এবং পাচারের পুরো মডেল জানার চেষ্টা চলছে।
গ্রেফতার হওয়ার পর রানিয়া দাবি করেছেন, তাঁকে ব্ল্যাকমেল করে সোনা পাচার করতে বাধ্য করা হয়েছে। তবে তদন্তকারী সংস্থাগুলি তাঁর এই দাবির সত্যতা যাচাই করছে।
কে এই রানিয়া রাও?
রানিয়া কর্নাটকের চিকমাগালুরের বাসিন্দা। বেঙ্গালুরুর দয়ানন্দ সাগর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পর তিনি সিনেমা জগতে প্রবেশ করেন। ২০১৪ সালে সুদীপ পরিচালিত কন্নড় সিনেমা “মানিক্য” দিয়ে অভিনয় জীবন শুরু করেন।
২০১৬ সালে তামিল চলচ্চিত্র “ওয়াঘা”-তে অভিনয়ের মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আত্মপ্রকাশ করেন তিনি। এছাড়া ২০১৭ সালে কন্নড় সিনেমা “পটাকি”-তে এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলেন।
এই চাঞ্চল্যকর গ্রেফতারি দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে আলোড়ন তুলেছে। এখন দেখার, তদন্তে আর কী কী তথ্য সামনে আসে এবং রানিয়া রাওকে কবে আদালতে তোলা হয়।