টালিগঞ্জে ৬ বছরের নাবালিকা ধর্ষণের মর্মান্তিক ঘটনা! অভিযুক্ত যুবক গ্রেফতার

আবারও পশ্চিমবঙ্গে নাবালিকা ধর্ষণের মর্মান্তিক ঘটনায় উত্তাল হয়ে উঠেছে টালিগঞ্জ এলাকা। মাত্র ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকার এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ১১টার দিকে, যখন শিশুটি ঘুমাচ্ছিল। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

নির্যাতিতার মা জানান, রাত সাড়ে ১১টার দিকে তিনি মেয়ের প্যান্টে রক্তের দাগ দেখতে পান। মেয়ের গোপনাঙ্গ থেকে রক্তপাত হওয়ায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন। মেয়ে তাঁকে জানায়, এই প্রথম নয়, প্রায় এক মাস আগেও একই ব্যক্তি তাকে নির্যাতন করেছে। মা আরও বলেন, “ঘুমের মধ্যেই এই ঘটনা ঘটে গেছে। আমরা বুঝতেও পারিনি কখন ওই ছেলেটা বাড়িতে ঢুকেছে। আমি চাই, দোষীকে ফাঁসি দেওয়া হোক।”

ঘটনার খবর পাওয়া মাত্রই পরিবারের পক্ষ থেকে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দ্রুত অভিযুক্ত যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অভিযুক্ত এলাকারই বাসিন্দা বলে জানা গেছে।

এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা দুস্থ শিশুদের পড়াশোনার কাজ করে। এই সংস্থার এক শিক্ষিকা, যিনি নির্যাতিত শিশুটিকে পড়াতেন, তিনি ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি ভোরবেলা ঘটনার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। একটি ৬ বছরের শিশুর উপর এমন নারকীয় অত্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি চাই, এই ঘটনার সঠিক তদন্ত হোক এবং দোষীকে কঠোর শাস্তি দেওয়া হোক।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন। পুলিশ তদন্তে ব্যস্ত থাকলেও, এই ধরনের ঘটনা বারবার ঘটায় প্রশ্ন উঠেছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। পরিবার ও এলাকাবাসীরা আশা করছেন, এই মামলার দ্রুত ন্যায়বিচার হবে এবং শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা হবে।