ভারতের উপর শুল্কের খাঁড়া নামাল ট্রাম্প, ২ এপ্রিল থেকে বাণিজ্যে বড় ধাক্কার আশঙ্কা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ মার্কিন কংগ্রেসের যুগ্ম অধিবেশনে দাঁড়িয়ে তিনি জানান, আগামী ২ এপ্রিল থেকে ভারতের উপর রেসিপ্রোকাল ট্যারিফ বা সমান হারে শুল্ক বসানো হবে। ট্রাম্পের এই সিদ্ধান্ত ভারত-আমেরিকা বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে।
ট্রাম্প তাঁর বক্তব্যে ভারতসহ একাধিক দেশের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেন। তিনি বলেন, “ভারত, চিন, ব্রাজিল, মেক্সিকো, কানাডার মতো দেশগুলো আমেরিকার পণ্যের উপর অযৌক্তিক হারে শুল্ক বসায়। এটি একদমই অন্যায্য।” ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, “ভারত আমেরিকার গাড়ির উপর ১০০ শতাংশেরও বেশি শুল্ক নেয়। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময়ও ট্রাম্প ভারতকে শুল্ক ছাড় দেওয়ার কোনো ইঙ্গিত দেননি। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ভারতসহ কোনো দেশকেই এই বিষয়ে বিশেষ সুবিধা দেওয়া হবে না। এবার তাঁর কথারই প্রতিফলন দেখা গেল।
ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে। ইতিমধ্যেই চিন, কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক বাড়িয়েছে আমেরিকা। এর জবাবে চিন আমেরিকার সয়াবিন ফার্মের লাইসেন্স বাতিল করেছে এবং কাঠ আমদানি বন্ধ করে দিয়েছে। এখন ভারত কী পদক্ষেপ নেয়, তা নিয়ে চোখ রাখছে বাণিজ্য বিশ্লেষকরা।
২ এপ্রিল থেকে ভারতের উপর শুল্ক বাড়ানোর এই সিদ্ধান্ত ভারতীয় ব্যবসা ও অর্থনীতিতে কী প্রভাব ফেলে, তা এখনই বলা যাচ্ছে না। তবে এই ঘোষণা নিঃসন্দেহে ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কে নতুন করে চিন্তার খোরাক জুগিয়েছে।