টিভি রিমোট ছেড়ে বাংলা সিরিয়ালে মগ্ন মা…ইন্ডিয়া-অস্ট্রেলিয়ার খেলা না দেখে বিট্টুর হতাশা

মুর্শিদাবাদের সামসেরগঞ্জের জিয়াতকুন্ডু গ্রামে এক মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ দেখার ইচ্ছে অপূর্ণ থাকায় অভিমানে আত্মহত্যা করে ১৭ বছরের কিশোর বিট্টু কর্মকার। পরিবারের সঙ্গে টিভি চ্যানেল নিয়ে বিবাদের জেরে ঘটে যায় এই трагедия।
পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় টিভিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে চেয়েছিল বিট্টু। কিন্তু পরিবারের অন্য সদস্যরা বাংলা সিরিয়াল দেখতে ব্যস্ত ছিলেন। বিট্টুর বারবার অনুরোধ সত্ত্বেও টিভির রিমোট তাঁর হাতে যায়নি। এ নিয়ে পরিবারের সঙ্গে কথা কাটাকাটি এবং ছোটখাটো বচসার পর বিট্টু রিমোট ছেড়ে ঘরে চলে যায়। কিছুক্ষণ পর দরজা বন্ধ করে ভেতর থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
বাড়ির লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকতেই চোখের সামনে ভেসে ওঠে মর্মান্তিক দৃশ্য। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিট্টুর দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। সামান্য বিষয় নিয়ে বিবাদের জেরে আদরের ছেলেকে হারানোর শোক সহ্য করতে হচ্ছে পরিবারকে।
এই ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ তদন্তে ব্যস্ত হলেও, পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। বিট্টুর এই মর্মান্তিক সিদ্ধান্ত সকলকে নাড়া দিয়েছে, যা সামাজিকভাবে আলোচনার জন্ম দিচ্ছে।