নারী দিবসে ব্যতিক্রমী উদ্যোগ! বড় দায়িত্ব নারীদের হাতেই তুলে দেবেন প্রধানমন্ত্রী

বিশ্ব নারী দিবস উপলক্ষে এক অভিনব সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮ মার্চ তাঁর সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের দায়িত্ব তুলে দেওয়া হবে ভারতীয় নারীদের হাতে। এই ঘোষণা তিনি নিজেই করেছেন এক্স হ্যান্ডেলে।
সম্প্রতি ‘নমো’ অ্যাপের ওপেন ফোরামে বহু মহিলা তাঁদের জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। সেই গল্পগুলিই প্রধানমন্ত্রীর মন ছুঁয়ে গেছে। তাঁদের জীবনসংগ্রাম ও অনুপ্রেরণামূলক ঘটনাগুলির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী ঠিক করেছেন, নারী দিবসে বিশেষভাবে নির্বাচিত কিছু নারীর হাতে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দায়িত্ব তুলে দেবেন।
নারী দিবসে প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া সামলানোর সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মহিলারা। একইসঙ্গে মোদীও আহ্বান জানিয়েছেন, আরও বেশি মহিলা যেন তাঁদের জীবনের অনুপ্রেরণাদায়ক গল্প সকলের সঙ্গে ভাগ করে নেন। এই ঐতিহাসিক উদ্যোগ ইতিমধ্যেই দেশজুড়ে আলোড়ন ফেলেছে।