ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী? ক্যাপ্টেনের বিশেষ বার্তা!

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মহারণ ঘিরে উত্তেজনা তুঙ্গে। গত বিশ্বকাপ ফাইনালে ভারতের স্বপ্নভঙ্গ করেছিল অজিরা, তবে এবার দুবাইয়ের মন্থর পিচে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য। আর সেই চ্যালেঞ্জের নাম ভারতীয় স্পিন আক্রমণ!

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথও স্বীকার করে নিলেন, “শুধু বরুণ চক্রবর্তীই নয়, ভারতের স্পিন বিভাগ গোটা ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। আমাদের সাফল্য নির্ভর করবে, আমরা স্পিনকে কীভাবে সামলাই।”

ভারত ইতিমধ্যেই গ্রুপ পর্বে তিনটি ম্যাচই জিতেছে, যার মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪৯ রানের পুঁজি নিয়েও ৪৪ রানের বড় জয় এসেছে স্পিনারদের দাপটে। বরুণ চক্রবর্তীর দুর্দান্ত পাঁচ উইকেটের পাশাপাশি অক্ষর, কুলদীপ, জাডেজারাও বিধ্বংসী বোলিং করেছেন।

অজিরা অবশ্য পাকিস্তানের ব্যাটিং সহায়ক উইকেটে গ্রুপের ম্যাচ খেললেও দুবাইয়ের মন্থর উইকেটের জন্য প্রস্তুত বলেই দাবি করেছেন স্মিথ। তবে ভারতের স্পিন ঘূর্ণির ফাঁদ এড়িয়ে ফাইনালে পৌঁছতে পারবে কি অস্ট্রেলিয়া? উত্তর দেবে সেমিফাইনালের লড়াই!