CPM পার্টি অফিস এখনও কেন অক্ষত! উদয়ন গুহের বিস্ফোরক মন্তব্যে তৈরী হলো চাঞ্চল্য

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনার পর থেকে রাজ্য জুড়ে উত্তপ্ত পরিস্থিতি চলছে। শাসক ও বিরোধী শিবিরের মধ্যে সংঘাত এবং হামলা-পাল্টা হামলার খবর আসছে বিভিন্ন জেলা থেকে। ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভের অভিযোগ উঠেছে এসএফআই-এর বিরুদ্ধে। এরপরই একাধিক স্থানে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহের মন্তব্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।

গত রবিবার ও সোমবার দক্ষিণ ২৪ পরগনা এবং কোচবিহারের দিনহাটায় সিপিএমের পার্টি অফিসে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উদয়ন গুহ বলেন, “বাকি পার্টি অফিসগুলো কেন ভাঙেনি, সেটাই আশ্চর্যের বিষয়।” সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও যোগ করেন, “আমি ভাঙতে বলছি না। তবে একজন ভদ্রলোকের উপর আক্রমণ হওয়ার পরও বাকি অফিসগুলো ভাঙেনি, এটাই আশ্চর্যের।”

মন্ত্রীর এই মন্তব্যে জেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এদিকে, আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। উদয়ন গুহ বলেন, “২৬-এর নির্বাচনে যেখানে ক্যাপসুলের প্রয়োজন, সেখানে ক্যাপসুল, যেখানে হোমিওপ্যাথির গুলির প্রয়োজন, সেখানে হোমিওপ্যাথি গুলি এবং যেখানে অপারেশনের প্রয়োজন, সেখানে অপারেশন করে বিজেপি নেতাদের বুঝিয়ে দিতে হবে। কোচবিহার জেলার নয়টি আসন আমাদের দখল করতে হবে।”

সোমবার বারুইপুরে সিপিএমের পার্টি অফিসে তালা লাগানোর অভিযোগ ওঠে। ভিতরে আটকে পড়েন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। পরে তিনি বলেন, “কোনও নেতা ফুটেজ খাওয়ার জন্য পার্টি অফিসে অসভ্যতা করবেন, এটা কখনই চলতে পারে না।”

উদয়ন গুহের এই মন্তব্য এবং রাজ্যের উত্তপ্ত পরিস্থিতি আগামী দিনে রাজনৈতিক সংঘাত আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।