দর্শকদের মন জয়ের পর, এবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী

দর্শকদের মন জয়ের পর এবার আন্তর্জাতিক মঞ্চে সম্মানের শিরোপা পেল বাংলা ছবি ‘বিনোদিনী’। সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফ্লোরিডায় (এসএআইএফএফএফ) তিনটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতে নিয়েছে এই সিনেমা। ‘অডিয়েন্স চয়েজ অ্যাওয়ার্ড’-এর পাশাপাশি ছবির প্রধান অভিনেত্রী রুক্মিণী মৈত্র ‘সেরা অভিনেত্রী’ এবং পরিচালক রামকমল মুখার্জী ‘বেস্ট ডিরেক্টর’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

এটি রামকমল মুখার্জীর প্রথম বাংলা ছবি, এবং তার পরিচালনায় ‘বিনোদিনী’ দর্শকদের পাশাপাশি আন্তর্জাতিক সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। পুরস্কার প্রাপ্তির পর ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় রামকমল বলেন, “দর্শকদের ভালোবাসার পর আন্তর্জাতিক স্তরে এই সম্মান পাওয়া সত্যিই বিশেষ। ফ্লোরিডায় হাউসফুল শো এবং তারপর তিনটি অ্যাওয়ার্ড—এটা আমি কল্পনাও করিনি। দর্শকদের প্রতিক্রিয়া আর এই স্বীকৃতি দেখে মনে হচ্ছে, আমাদের সব কষ্ট সার্থক হয়েছে।”

টিমের পরিশ্রমের ফল
‘বিনোদিনী’র সাফল্যের পিছনে পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে রামকমল বলেন, “রুক্মিণী থেকে শুরু করে প্রত্যেকে নিজের সেরাটা দিয়েছে। ছবির কস্টিউম, সিনেমাটোগ্রাফি—সবকিছুই দর্শক ও সমালোচকদের পছন্দ হয়েছে। একাধিক বিভাগে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য আনন্দের।” রুক্মিণী মৈত্রের অভিনয় দক্ষতা এবং ছবির গল্প বলার ধরন ফ্লোরিডার দর্শকদের মুগ্ধ করেছে, যা তাঁকে ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার এনে দিয়েছে।

‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ আসছে শিগগিরই
‘বিনোদিনী’র সাফল্যের রেশ কাটতে না কাটতেই পরিচালক তাঁর পরবর্তী বাংলা ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এ প্রসঙ্গে রামকমল বলেন, “আমার দ্বিতীয় বাংলা ছবির কাজ অনেকটাই এগিয়ে গেছে। ‘বিনোদিনী’র থেকে একেবারে ভিন্ন মেজাজের এই ছবি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।” তিনি জানান, এই ছবিতে গল্প ও চরিত্রের মাধ্যমে দৈনন্দিন জীবনের একটি আলাদা দিক তুলে ধরার চেষ্টা করা হবে।

‘বিনোদিনী’র এই আন্তর্জাতিক সাফল্য বাংলা চলচ্চিত্রের জন্য গর্বের মুহূর্ত। রামকমল মুখার্জী ও রুক্মিণী মৈত্রের নেতৃত্বে ছবিটি শুধু দর্শকদের মন জয় করেনি, আন্তর্জাতিক মঞ্চে বাংলা সিনেমার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে। ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর মাধ্যমে দর্শকদের আরেকটি চমক দেওয়ার অপেক্ষায় রয়েছেন এই পরিচালক।