এক ইঞ্জেকশনে চিন্তা মুক্তি! বিরিয়ানি খান নির্ভয়ে, বাড়বে না কোলেস্টেরল মাত্রা —জানুন দাম ও শর্ত?

কোলেস্টেরলের সমস্যা এখন প্রায় ঘরে ঘরে। বয়স ৩০ পেরোলেই এই সমস্যা দেখা দেয় অনেকের। একবার কোলেস্টেরল বেড়ে গেলে লোভনীয় খাবার যেমন বিরিয়ানি, লুচি, পাঁঠার মাংস খাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু এবার এই সমস্যার সমাধান নিয়ে আসছে একটি নতুন ইঞ্জেক্টেবল ওষুধ। এই ইঞ্জেকশন একবার নিলে সারাজীবন কোলেস্টেরল নিয়ে চিন্তা করতে হবে না।
ইতালির একটি গবেষণায় এই ইঞ্জেকশন নিয়ে চিকিৎসা মহলে হইচই পড়ে গেছে। এই ইঞ্জেকশন দেওয়া হলে রোগীকে আর কোলেস্টেরলের ওষুধ খেতে হবে না। এমনকী, শরীরে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণের বাইরে যাবে না। তবে, সবাই এই ইঞ্জেকশন নিতে পারবেন না। বিশেষ করে যাদের জিনগত কারণে কোলেস্টেরলের সমস্যা রয়েছে বা যাদের কোলেস্টেরলের মাত্রা অত্যধিক বেশি, শুধুমাত্র তাদেরই এই ইঞ্জেকশন দেওয়া হবে।
বর্তমানে কোলেস্টেরল নিয়ন্ত্রণে ওষুধ বা ইঞ্জেকশন দেওয়া হয়। তবে, নতুন এই ইঞ্জেকশনটি সম্পূর্ণ আলাদা। এটি হাইপারকোলেস্টেরলেমিয়ার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হৃদরোগ বিশেষজ্ঞ তুষারকান্তি পাত্র বলেন, “এই ইঞ্জেকশন শুধুমাত্র সেই সব রোগীদের দেওয়া হবে, যাদের জিনগত সমস্যা রয়েছে এবং যাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা কঠিন।”
এন্ডোক্রিনোলজিস্ট ড. সতীনাথ মুখোপাধ্যায় ব্যাখ্যা করেন, “মানুষের লিভারে এলডিএল রিসেপ্টর থাকে, যা খাবার থেকে আসা কোলেস্টেরল লিভারে পাঠিয়ে তা পরিপাক করে। এই প্রক্রিয়ায় সমস্যা হলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। নতুন এই ইঞ্জেকশন সেই সমস্যা সমাধান করবে।”
তবে, এই ইঞ্জেকশন এখনও বাজারে আসেনি। স্তন্যপায়ী প্রাণীদের উপর পরীক্ষা সফল হওয়ার পর এখন মানুষের শরীরে পরীক্ষা চলছে। চিকিৎসকরা অনুমান করছেন, এই ইঞ্জেকশনের দাম প্রায় ১ লক্ষ টাকা হতে পারে। শুধুমাত্র বিশেষ কিছু রোগীই এই চিকিৎসা পাবেন।
এই ইঞ্জেকশন বাজারে এলে কোলেস্টেরলের সমস্যায় ভোগা রোগীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর হবে। তবে, এখনও পর্যন্ত চিকিৎসকরা সতর্ক করে দিয়েছেন, এই ইঞ্জেকশন শুধুমাত্র বিশেষ ক্ষেত্রেই ব্যবহার করা হবে।