উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই জঙ্গলে হাতির আতঙ্ক! পরীক্ষার্থীদের নিরাপত্তায় বন দফতরের বিশেষ তৎপরতা!

আজ থেকে বাংলায় শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলতি বছর শেষবারের মতো পুরনো পাঠ্যক্রমে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে, জঙ্গলসংলগ্ন এলাকার পরীক্ষার্থীদের জন্য এই পরীক্ষা নিয়ে চিন্তার শেষ নেই। বন দফতর সূত্রে জানা গেছে, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন বনাঞ্চলে হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে। বড়জোড়া ব্লকের পাবয়া, ডাকাইসিনি, কালপাইনি, খাঁড়ারি ও ফুলবেড়িয়া-সহ একাধিক গ্রামে হাতির উপদ্রব বেড়েছে। ইতিমধ্যেই সেখানে ৬৮টি হাতির উপস্থিতি নজরে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ভয়ে বাড়ির বাইরে পা রাখতে পারছেন না।
এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে চিন্তা বেড়েছে। পরীক্ষায় যাতে কোনো বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে বন দফতর, পুলিশ এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে। জঙ্গলপথে কাঁধে বন্দুক নিয়ে টহল দিচ্ছেন বন দফতরের কর্মীরা। শুধু তাই নয়, হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর উপদ্রব রয়েছে এমন এলাকার পরীক্ষার্থীদের বন দফতরের গাড়িতে করে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা এবং পরীক্ষার্থীদের অভিযোগ, হাতির দাপটে তাদের দৈনন্দিন জীবনই বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া নিয়ে তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। তবে, বন দফতরের এই বিশেষ ব্যবস্থা পরীক্ষার্থীদের কিছুটা স্বস্তি দিয়েছে।
বন দফতরের এক কর্মী জানান, “পরীক্ষার্থীদের নিরাপত্তা আমাদের প্রথম প্রাধান্য। আমরা নিশ্চিত করছি যেন কোনো পরীক্ষার্থীই হাতির আতঙ্কে পরীক্ষা দিতে বাধাগ্রস্ত না হন।”
এই উদ্যোগের ফলে জঙ্গলসংলগ্ন এলাকার পরীক্ষার্থীরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। তবে, হাতির উপদ্রব কতদিনে নিয়ন্ত্রণে আসবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।