সিবিআই-এর হাজিরা এড়িয়ে বাড়ির পথে অনুব্রত, কবে হবে জিজ্ঞাসাবাদ ?

গরু পাচারকাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে রয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। গরু পাচারকাণ্ডে নবমবারের মতো সিবিআই তলবে গরহাজির রইলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। কলকাতায় এলেন, নিজাম প্যালেসের অদূরে এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষাও করালেন।

চিকিৎসকেরা জানাল তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে না। কিন্তু তারপরও সিবিআই দফতরে না গিয়ে সোজা বোলপুরের পথে রওনা হলেন অনুব্রত মন্ডল। প্রশ্ন উঠেছে, তাহলে অনুব্রত মন্ডলকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে এবার তবে কোন পথে হাঁটবে সিবিআই ?

প্রসঙ্গত, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত একাধিক সময় একাধিক বিষয় নিয়ে প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। বিশেষ করে নির্বাচনের সম্মুখে তার মুখের ডায়ালগ গুলো আজও বেশ মানুষের কানে বাজে। তার বলা ‘গুড় বাতাসা’ ও ‘চড়াম চড়াম’ শব্দে ঢাক বাজানো র কথা সোশ্যাল মিডিয়া ও সংবাদ বিভাগে আলোচ্য বিষয়ের আকার ধারণ করে। আর এবার গরু পাচার কান্ডে তার দেহ রক্ষীকে তলব করেছে সিবিআই ফলে ফের সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল।