চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই ভারতের অধিনায়ক পরিবর্তন? রোহিত শর্মার বদলে নেতৃত্ব দেবেন কে?

টিম ইন্ডিয়া ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। তবে গ্রুপ-এ’র শীর্ষ স্থান ধরে রেখে শেষ চারে ওঠার জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ২ মার্চ। সেই ম্যাচেই বিশ্রামে যেতে পারেন অধিনায়ক রোহিত শর্মা! তাহলে তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন কে?

নতুন অধিনায়ক?
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, ওই ম্যাচে শুভমন গিলের ওডিআই ক্যাপ্টেন্সি ডেবিউ হতে পারে। যদিও তাঁর শারীরিক অবস্থা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে, কারণ বুধবার অনুশীলনে যোগ দেননি তিনি, তবে বৃহস্পতিবার একা অনুশীলন করেন।

রোহিত বিশ্রাম নেবেন?
রোহিত চোটের কারণে পাকিস্তান ম্যাচের পর থেকেই অনুশীলনে নেই। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো সংক্ষিপ্ত টুর্নামেন্টে বিশ্রাম নেওয়ার সুযোগ কম, তবে তাঁর ফিটনেসের ওপরই নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত। আজকের অনুশীলনে রোহিত ব্যাট হাতে নামেন কিনা, তা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পন্থ ফিরবেন একাদশে?
রোহিত না খেললে একাদশে ঋষভ পন্থের জায়গা হতে পারে। লোকেশ রাহুল দলে থাকায় তিনি উইকেটকিপারের ভূমিকা পালন করতে পারেন, আর পন্থ খেলবেন একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে।

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে, চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে নতুন অধিনায়ক নিয়ে নামতে হবে কি না!