এলিস পেরির দুর্লভ ডাক, চিন্নাস্বামীতে হারের হ্যাটট্রিক করলেন স্মৃতিরা!

হঠাৎ কী ঘটল! রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে যেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। উইমেন্স প্রিমিয়ার লিগে স্মৃতি মান্ধানাদের শুরুটা ছিল দুর্দান্ত। টুর্নামেন্ট এবার হচ্ছে চারটি ভেন্যুতে, আর প্রথম দুটি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি জিতেছিল। কিন্তু তারপরেই শুরু হয় টুর্নামেন্টের নতুন অধ্যায়, যখন বেঙ্গালুরুতে ফিরেছিল আরসিবি। চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠের সমর্থন ছিল, কিন্তু ফলাফল হতাশাজনক। ঘরের মাঠে পরপর তিনটি হারে মুখ থুবড়ে পড়ল আরসিবি।

গুজরাট জায়ান্টসের বিপক্ষে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হারল আরসিবি। প্রথমে ব্যাট করতে নামলে এলিস পেরি, যিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার, আজ রান খুঁজে পাননি। এ মরসুমে তার প্রথম শূন্য। স্মৃতি মান্ধানা যদিও শুরুতে ভাল পারফর্ম করেছিলেন, তবে পরে আউট হয়ে যান। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস ছিল কনিকা আহুজার, যিনি ২৮ বলের মোকাবিলায় ৩৩ রান করেন।

গুজরাটের বোলার দিয়েন্দ্র ডটিন ও তনুজা কনওয়ার প্রতিটি ২টি উইকেট নেন, এবং প্রিয়া মিশ্রা ছাড়া সবাই দুর্দান্ত ইকোনমি রেট বজায় রেখেছিলেন। ২০ ওভারে ১২৭ রান করতে পেরেছিল আরসিবি, যা ছিল খুবই কম। এরপর গুজরাটের ওপেনার অ্যাশলে গার্ডনার ৩১ বলের ৫৮ রানে স্কোর পাল্টে দেন। ফিবি লিচফিল্ড ২১ বলের ৩০ রানে অপরাজিত ছিলেন। ২১ বল হাতে রেখেই জয় তুলে নেয় গুজরাট জায়ান্টস, যা তাদের দ্বিতীয় জয়।