“বেটা বেটা হো তো অ্য়ায়সা”-মুকুলকে বিশ্বাসঘাতক বললেন অভিষেক, পুত্র শুভ্রাংশুকে কৌস্তভের খোঁচা

তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত দলের মহাসমাবেশে সরাসরি কটাক্ষ করেন মুকুল রায়ের দিকে। অভিষেকের দাবি, তিনি দলের মধ্যে থাকা ‘বিশ্বাসঘাতক’ ও ‘দলবিরোধী’দের চিহ্নিত করেছেন। তিনি বলেন, “মুকুল, শুভেন্দুদের মতো যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, আমি তাদের চিনি। অনেকেই মিডিয়ার আলোয় ভেসে থাকতে গিয়ে দলকে ক্ষতি করছেন।”

২০১৭ সালে মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু ২০২১ সালের নির্বাচনে বিজেপির ভরাডুবির পর আবার তৃণমূলে ফিরে আসেন। তবে এখন তিনি রাজনীতির মূলস্রোত থেকে দূরে। গুরুতর অসুস্থতা ও শারীরিক দুর্বলতার কারণে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। কিন্তু অভিষেকের বক্তব্যে তিনি এখনও ‘বিশ্বাসঘাতক’ হিসেবেই চিহ্নিত।

মজার বিষয় হলো, অভিষেকের এই কটাক্ষের সময় মঞ্চের অদূরেই দাঁড়িয়ে ছিলেন মুকুলের পুত্র শুভ্রাংশু রায়। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির কৌস্তভ বাগচী সমাজমাধ্যমে শুভ্রাংশুর ছবি পোস্ট করে খোঁচা দেন, “বেটা হো তো অয়সা! বাবাকে বেইমান বলার সময় শুভ্রাংশু হাসিমুখে ছবি তুলছেন!”

এদিকে, শুভেন্দু অধিকারীও একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং হিন্দুত্বের রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। কিন্তু মুকুলের মতো তিনিও এখন তৃণমূলের কটাক্ষের লক্ষ্যবস্তু। অভিষেকের এই বক্তব্যে স্পষ্ট, তৃণমূলে ‘বিশ্বাসঘাতকতা’ সহ্য করা হবে না।