“আশা করিনি নিউজিল্যান্ড ৩০০+ রান করবে, ওরা…..”- ম্যাচ হেরে যা বললেন মহম্মদ রিজওয়ান

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই বড় ধাক্কা খেল পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে পরাজিত হয়ে টুর্নামেন্টের শুরুটা করল তারা। করাচিতে প্রথমে ব্যাট করে ৩২০ রানের বিশাল স্কোর তোলে কিউইরা, যার জবাবে ২৬০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং দুর্দান্ত শুরু করেন। যদিও উল্টোদিক থেকে কিছু উইকেট পড়ে, তবে তিনি নিজের ইনিংস গড়ে তোলেন এবং টম লাথামের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন।

উইল ইয়ং: ১১৩ বলে ১০৭ রান
টম লাথাম: ১০৪ বলে ১১৮ রান (অপরাজিত)
গ্লেন ফিলিপস: ৩৯ বলে ৬১ রান
এই পারফরম্যান্সের ফলে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৫ উইকেটে ৩২০ রান তোলে।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুটা ভালো করলেও ২৬০ রানের বেশি করতে পারেনি। ম্যাচ শেষে অধিনায়ক মহম্মদ রিজওয়ান স্বীকার করেছেন, তাঁরা এত বড় রান আশা করেননি।

তিনি বলেন,”আমি মনে করি তারা খুব ভালো টার্গেট দিয়েছিল। আমরা আশা করিনি যে তারা ৩২০ করবে। উইল ইয়ং ও লাথামের পার্টনারশিপটাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু তারা খুব স্মার্টলি খেলেছে।”

এছাড়া রিজওয়ান বলেন, শেষের ওভারগুলিতে পরিকল্পনা অনুযায়ী ঠিকমতো বোলিং করতে পারেনি পাকিস্তান, যার ফলে নিউজিল্যান্ড বড় রান তুলতে পেরেছে।

প্রথম ম্যাচে হারার ফলে চাপে পড়েছে পাকিস্তান। এবার ২৩ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে তারা। যদি সেই ম্যাচেও পরাজিত হয়, তবে ট্রফি ধরে রাখার স্বপ্ন শেষ হয়ে যাবে।

তবে এসব নিয়ে চিন্তা করতে নারাজ পাক অধিনায়ক। তিনি বলেন,
“আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভেবে নিজেদের ওপর চাপ দিতে চাইনি। এই ম্যাচটি শেষ, পরের ম্যাচটি আমাদের জন্য আর পাঁচটা স্বাভাবিক ম্যাচের মতোই।”

ভারতের বিরুদ্ধে ম্যাচে জয় না পেলে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকবে পাকিস্তানের। এখন দেখার, রিজওয়ানের দল ঘুরে দাঁড়াতে পারে কিনা।