দিল্লির মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্ত! জানেন তার সম্পত্তির পরিমাণ কত? জানলে অবাক হবেন

দীর্ঘ ২৭ বছর পর দিল্লির মসনদে ফিরে এল বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (AAP) দুর্গ ভেঙে দিল্লি দখল করল পদ্ম শিবির। বৃহস্পতিবার দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত।

দিল্লির রাজ্যপাল ভি.কে. সাক্সেনার কাছে শপথ নেন রেখা গুপ্ত, তাঁর সঙ্গে ছ’জন মন্ত্রীও শপথগ্রহণ করেন।

প্রথমবার বিধানসভা নির্বাচনে জিতে সরাসরি মুখ্যমন্ত্রী পদে বসে চমক দিলেন রেখা গুপ্ত। দিল্লি বিজেপির একাধিক দাপুটে নেতাকে পেছনে ফেলে মুখ্যমন্ত্রী পদে জায়গা করে নিয়েছেন তিনি।

তবে, রাজনীতিতে একেবারে নতুন মুখ নন রেখা। এর আগে তিনবার পুরভোটে জয়ী হয়েছেন এবং দক্ষিণ দিল্লি পুরসভার মেয়রও ছিলেন।

রাজনৈতিক সাফল্যের পাশাপাশি সম্পত্তির পরিমাণ নিয়েও এখন আলোচনার কেন্দ্রবিন্দু রেখা গুপ্ত।

নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী:

তাঁর ও তাঁর স্বামীর মিলিতভাবে ২৯ লক্ষ টাকার সোনা রয়েছে।
LIC-তে বিনিয়োগ রয়েছে ৫৩ লক্ষ টাকা।
শেয়ার বাজারেও রেখা ও তাঁর স্বামী বিনিয়োগ করেছেন ৯ লক্ষ টাকার বেশি।
দিল্লির রোহিনীর সেক্টর ২৮-এ ও শালিমার বাগে বাড়ি রয়েছে, যার সম্মিলিত মূল্য ২.৬০ কোটি টাকা।
মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে ৫.৩১ কোটি টাকার সম্পত্তির মালিক এই নতুন মুখ্যমন্ত্রী।

দিল্লিতে বিজেপির ফেরার পর নতুন সরকারের মূল লক্ষ্য থাকবে উন্নয়নমূলক প্রকল্পগুলিকে গতি দেওয়া। বিশেষ করে বৈদ্যুতিক পরিবহন, জল সংকট সমাধান এবং দূষণ নিয়ন্ত্রণে জোর দিতে পারে নতুন সরকার।

তবে AAP-এর শক্তিশালী উপস্থিতির কারণে বিজেপির পথ সহজ হবে না, বিশেষজ্ঞদের মতে, কেজরিওয়াল শিবির ফের দিল্লির ক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাবে। এখন দেখার, রেখা গুপ্তের নেতৃত্বে দিল্লিতে কতটা পরিবর্তন আনতে পারে বিজেপি।