প্রয়াত আজাদ হিন্দ ফৌজের মেজর, শোকপ্রকাশ করলেন রাজনাথ সিং

নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত আজাদ হিন্দ ফৌজের মেজর ছিলেন ঈশ্বরলাল সিং। জানা গিয়েছে, সিঙ্গাপুরে না ফেরার দেশে পাড়ি দেন ৯২ বছরের ঈশ্বরলাল সিং। তাঁর পরিবারের সদস্যরা এই খবর জানিয়েছেন। ফের শোকের ছায়া দেশ জুড়ে।

১৯৪৩ ঈশ্বরলাল সিং আইএনএ-তে যোগদান করেছিলেন। এদিকে, ঈশ্বরলাল সিং-এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় মন্ত্রী টুইটারে লিখেছেন,’এক অপূরণীয় ক্ষতি। আইএনএ-র অবসরপ্রাপ্ত মেজর ঈশ্বরলাল সিং ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন নজরবিহীন সাহস ও অধ্যাবসায়ের সঙ্গে।’

এর পাশাপাশি তিনি টুইটে আরও লিখেছেন, ‘২০১৯ এর নভেম্বর মাসে সিঙ্গাপুর সফরের সময় তাঁর সাথে আমার কথোপকথন মনে আছে। ওনার মৃত্যুতে আমি শোকাহত।’ মেজর ঈশ্বরলাল সিং-এর মৃত্যুতে শোকপ্রকাশ করছেন নেটিজেনরাও।