ছুরির ভয় দেখিয়ে গোটা বাড়ি লুঠপাট, মহিলার মুখে কাপড় ঢুকিয়ে লক্ষ টাকার সোনা নিয়ে পালাল দুষ্কৃতীরা!

শহরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে দুষ্কৃতী তাণ্ডব। বিডনস্ট্রিট, দমদমের পর এবার টালিগঞ্জে একই কায়দায় লুঠপাটের ঘটনা ঘটল। তাও আবার ভরসন্ধ্যায়।
ঘটনাটি ঘটেছে টালিগঞ্জের মোর এভিনিউ এলাকার দাসানি স্টুডিওর পাশের একটি ফ্ল্যাটে। ভর সন্ধ্যায় কয়েকজন দুষ্কৃতী হানা দিয়ে লুঠপাট চালায়। তারা সোনা-গয়না ও টাকা-কড়ি নিয়ে যায়। মহিলার একাকী থাকার সুযোগকেই কাজে লাগায় তারা।
জানা গিয়েছে, প্রতিদিনের মতোই মহিলার স্বামী কাজে গিয়েছিলেন। মহিলা সোনালি বিশ্বাস নিজের কিছু কাজ সেরে সন্ধ্যায় ফ্ল্যাটে ফেরেন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই পিছন থেকে দুই আততায়ী তাঁকে ধাক্কা মারে। তিনি মাটিতে পড়ে সংজ্ঞা হারান। এরপর তাঁকে ছুরির ভয় দেখিয়ে গোটা বাড়ি লুঠপাট করে ডাকাতরা। পালানোর সময় মহিলার মুখ ও হাত-পা বেঁধে রেখে যায় তারা।
ঘণ্টাখানেক পর মহিলার স্বামী ফিরে এসে তাঁকে উদ্ধার করেন।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। প্রশ্ন উঠছে, সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কীভাবে দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটাল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দশ ভরি সোনা চুরি হয়েছে। এত সোনা কেন বাড়িতে রাখা ছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয় সূত্রে খবর, মহিলার ছেলের বিয়ে সামনেই। সেই কারণেই এত সোনা বাড়িতে মজুত করা হয়েছিল। দুষ্কৃতীরা কি আগে থেকেই তাদের উপর নজর রাখছিল? সোনা বাড়িতে আসতেই কি তারা হানা দেয়?