লোকাল ট্রেন বাতিল হয়ে গেলো প্রচুর, শিয়ালদা ডিভিশনে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা

শনি ও রবিবার শিয়ালদা ডিভিশনের বেশ কিছু রুটে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, গোবরডাঙা স্টেশনে কাজ চলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, কৃষ্ণনগর সিটি-লালগোলা শাখা এবং হালিশহর থেকে নৈহাটি স্টেশনের মধ্যেও পরিকাঠামোগত কাজ চলবে। ফলে শিয়ালদা-বনগাঁ, নৈহাটি-ব্যান্ডেল, শিয়ালদা-গেদে, নৈহাটি-রানাঘাট-সহ একাধিক রুটের ট্রেন বাতিল রাখা হয়েছে। এর ফলে নিত্যযাত্রীরা সমস্যায় পড়তে পারেন।
শনিবার বাতিল হওয়া ট্রেনসমূহ:
শিয়ালদা-বনগাঁ রুট: UP 33851, 33859, 33861, 33863 / Down 33854, 33856, 33858, 33860।
নৈহাটি-ব্যান্ডেল লোকাল: UP 37557 / Down 37558।
শিয়ালদা-গেদে লোকাল: UP 31929 / Down 31928।
শিয়ালদা-শান্তিপুর লোকাল: UP 31539 / Down 31542।
রবিবার বাতিল হওয়া ট্রেনসমূহ:
বারাসত-বনগাঁ: UP 33369 / Down 33368।
শিয়ালদা-হাবড়া: UP 33651, 33653 / Down 33652, 33654।
নৈহাটি-ব্যান্ডেল: UP 37521 / Down 37522।
শিয়ালদা-গেদে: UP 31911 / Down 31912।
শিয়ালদা-শান্তিপুর: UP 31511 / Down 31512।
নৈহাটি-রানাঘাট: UP 31711 / Down 31712।
শিয়ালদা-রানাঘাট: UP 31611 / Down 31612।
কৃষ্ণনগর সিটি-লালগোলা: UP 31861 / Down 31864।
লালগোলা-শিয়ালদা: Down 53178 / UP 53175।
রানাঘাট-লালগোলা: UP 31773 / Down 31774।
কৃষ্ণনগর সিটি-আজিমগঞ্জ: Down 53092 / UP 53091।
এছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।