পার্থ-অর্পিতা, ইডির প্রশ্নের মুখে এলআইসি কর্তৃপক্ষ

ইডি হেফাজতের মেয়াদ শেষে রাজ্যে নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখার্জির ৩১টি জীবনবিমার বেশিরভাগেরই প্রিমিয়াম বছরে ৫০ হাজার।

এই নিয়ে এবার ইডি আধিকারিকদের প্রশ্নের মুখে পড়তে পারে এলআইসি কর্তৃপক্ষ। সূত্রের খবর, কোন অ্যাকাউন্ট থেকে, কার মাধ্যমে জমা দেওয়া হত প্রিমিয়াম, তার খোঁজ করছে ইডি। আদৌ কে দিতেন বিমার প্রিমিয়াম ? এলআইসি কর্তৃপক্ষের কাছে এই টাকার উৎস জানতে চাইবে ইডি। মেলানো হবে সন্দেহজনক ৫০টি অ্যাকাউন্ট-এর সঙ্গে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সংস্থা ED দাবি করেছে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পার্থ চ্যাটার্জি ও অর্পিতা মুখার্জির ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এ মোট ৭০০ কোটি টাকার লেনদেন হয়েছে। এমনকি পার্থ -অর্পিতা গ্রেফতার হওয়ার আগে জুলাই মাসেও প্রায় দেড় কোটি টাকার লেনদেন হয়েছিল বলে দাবি করেছে কেন্দ্রীয় আর্থিক দুর্নীতি তদন্তকারী সংস্থা।