BigNews: ৩ হাজার করে টাকা দেওয়া হবে, বড় ঘোষণা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বড় ঘোষণা তেলেঙ্গানা সরকারের। সি-সেকশন বা সিজারের হার কমানোর জন্য নতুন পদক্ষেপ নিল তেলেঙ্গানা সরকার। স্বাভাবিক প্রসবের উপর জোর দিল তেলেঙ্গানা চিকিৎসা এবং পরিবার কল্যাণ মন্ত্রক। স্বাভাবিক প্রসবের জন্য সরকারি স্বাস্থ্যকর্মীদের প্রতি প্রসবের জন্য টিম ভিত্তিক ৩ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করল কেসিআর সরকার।

নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, যদি কোনও স্বাস্থ্যকর্মী বা আশাকর্মী ব্যক্তিগতভাবে গর্ভবতী মহিলাকে দেখভাল করতে যান, সেক্ষেত্রে ওই স্বাস্থ্যকর্মী বা আশাকর্মীকে বেতন দেওয়া হবে।

তবে এই সরকারি সুবিধা পাওয়ার জন্য প্রতিমাসে ন্যূনতম প্রসবের একটি লক্ষমাত্রাও ধার্য করে দিয়েছে তেলেঙ্গানা সরকার। এই কাজের জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স প্রত্যেককে ১ হাজার টাকা এবং আয়া, স্যানিটেশন কর্মীদের ৫০০ টাকা করে দেওয়া হবে।